শেষ আপডেট: 1st February 2025 13:09
দ্য ওয়াল ব্যুরো : একটা সময় লাল-হলুদ সমর্থকরা তাঁকে গ্রিক দেবতা বলে পুজো করতেন। তিনি মাঠে নামলেই গোটা দল একটা আলাদা উদ্দীপনায় পারফরম্যান্স করত। কিন্তু, গত কয়েকটা ম্যাচে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের পারফরম্যান্সে সেই চেনা ঝাঁঝটাই কার্যত উবে গিয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে সেই ছবিটাই আরও একবার দেখতে পাওয়া গেল।
এই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি বেশ কয়েকটা গোল করার সুযোগ তৈরি করেছিল। কিন্তু, সেগুলোর একটাও তারা কাজে লাগাতে পারেনি। এরমধ্যে ২ বার তো দিয়ামান্তাকোস নিজেই সুযোগ পেয়েছিলেন। কিন্তু, বলটা গোলপোস্টে ধাক্কা খেয়ে ফেরত চলে এসেছে। এই ম্যাচেও তিনি গোলের খরা কাটাতে পারলেন না। শেষপর্যন্ত গোলশূন্য ড্র করে ইস্টবেঙ্গল ফুটবলারদের মাঠ ছাড়তে হয়েছে।
স্বাভাবিকভাবেই দিয়ামান্তাকোসের এই পারফরম্যান্সের পর লাল-হলুদ সমর্থকদের হতাশা বাড়তে শুরু করেছে। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোঁকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন, 'ওর দুটো শটই গোলপোস্টে লেগে ফিরে এল। অল্পের জন্য গোলের সুযোগ মিস করেছে। তবে এটা খেলারই একটা অংশ। অনেক সময়ই দলের স্ট্রাইকাররা নিজেদের সেরা পারফরম্যান্স করতে পারেন না।'
উল্লেখ্য, গত ৬ ম্যাচে দিয়ামান্তাকোসের পা থেকে কোনও গোল দেখতে পাওয়া যায়নি। তবে অস্কার আশাবাদী যে খুব শীঘ্রই এই গ্রিক ফরোয়ার্ড আবারও নিজের চেনা ছন্দে ফিরে আসবেন।
লাল-হলুদ ব্রিগেডের হেডস্যার বললেন, 'দিয়ামান্তাকোস একজন বক্স প্লেয়ার। সেকারণে ওখানেই ওর উপস্থিতি দলের কাছে যথেষ্ট প্রয়োজনীয় ছিল। আমার বিশ্বাস, ও একটা গোল করতে পারলেই নিজের চেনা ছন্দে আবারও ফিরতে পারবে। গোল করার ক্ষেত্রে ওর ভাগ্যটা বদলে যাবে। '
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা আজ সেরা দলটাই মাঠে নামিয়েছিলাম। তিন পয়েন্ট সংগ্রহ করাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু, দূর্ভাগ্যের বিষয় যে সেটা আমরা অর্জন করতে পারিনি। ঠিক আছে। তবে আগামী ম্যাচে ফলাফল আরও ভাল করার চেষ্টা করব।'