শেষ আপডেট: 1st February 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছে। আর সেকারণে সুপার সিক্সে ওঠার সম্ভাবনা কার্যত তাদের শেষ হয়ে গিয়েছে। লাল-হলুদ সমর্থকদের আশা, সুপার সিক্সে না উঠতে পারলেও, বাকি ম্য়াচগুলো যেন তাঁদের দল জান-প্রাণ লড়িয়ে খেলে। শুক্রবার (৩১ জানুয়ারি) মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্য়াচে তারা গোলশূন্য ড্র করে।
তবে ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল এফসি গোল করার বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু, তার একটাও তারা কাজে লাগাতে পারেনি। আর সেকারণেই ম্য়াচের শেষে দলের হেড কোচ অস্কার ব্রুজোঁর কথায় একরাশ আক্ষেপ ঝরে পড়ল। তিনি বললেন, 'সত্যি কথা বলতে কী, এই ম্য়াচের প্রথমার্ধেই আমরা নিজেদের পূর্ণ শক্তি দিয়ে মুম্বই সিটি এফসি-কে চমকে দিতে চেয়েছিলাম। কয়েকসপ্তাহ আগে কলকাতায় যে প্রথম লেগের ম্য়াচ আমরা খেলেছিলাম, সেখানেও মুম্বইকে যথেষ্ট চাপে রাখতে পেরেছিলাম।'
সঙ্গে তিনি আরও যোগ করেছে, 'তবে এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে দুটো দলের মধ্যেই ভারসাম্য ফিরে এসেছিল। দুটো দলের কাছেই জয়ের সম্ভাবনা একেবারে ৫০-৫০ ছিল। কিন্তু, সবথেকে দুঃখের ব্যাপার হল, ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটা গোল করার সুযোগ পেলেও, আমরা সেগুলো কাজে লাগাতে পারলাম না।'
এই ম্যাচের শেষে আইএসএল লিগ টেবিলে দশ নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল এফসি। ১৮ ম্যাচে তারা মোট ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ পাঁচটা ম্যাচের মধ্যে লাল-হলুদের ঝুলিতে এসেছে একটাই মাত্র জয়। একটা ম্যাচ তারা ড্র করেছে। আর বাকি তিনটে ম্যাচই হেরে গিয়েছে। অন্য়দিকে মুম্বই সিটি এফসি অবশ্য ৬ নম্বরেই রয়েছে। ১৮ ম্যাচে তারা ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। একই পয়েন্টে অবশ্য চতুর্থ এবং পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড এবং বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলের শীর্ষে আপাতত শাসন করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।