দি মারিয়া-রোনাল্ডো-মেসি
শেষ আপডেট: 14th February 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: ভাল ফুটবলার। কিন্তু জন্মেছেন ভুল জমানায়। এমন জমানা যেখানে এক জাদুকর ফুটবলের ময়দান রাজ করেছেন। তা ছাড়া তথ্যও তো তাই-ই বলে। একজনের দখলে পাঁচটি ব্যালন ডি’অর, অন্যজন জিতেছেন আটটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বঘোষিত শ্রেষ্ঠত্বের তত্ত্বকে নস্যাৎ করে এভাবেই মেসিকে সেরা বলে বেছে নিলেন অ্যাঞ্জেল দি মারিয়া।
উল্লেখ্য, মেসি ও রোনাল্ডো দুজনের সঙ্গেই ফুটবল খেলেছেন এই আর্জেন্তিনীয় তারকা। প্রথম জন তো ছেলেবেলার বন্ধু। একসঙ্গে বেড়ে উঠেছেন, খেলেছেন যুব দলে। অন্যদিকে ২০১০-১৪ সাল পর্যন্ত রিয়ালে রোনাল্ডোর সঙ্গী ছিলেন দি মারিয়া। একজন বাম উইং অন্যজন ডান উইং ধরে ছুটে চলতেন।
সেই স্মৃতিকেই উস্কে তিনি বলেছেন, ‘রোনাল্ডো নিজেকে সেরা এবং সবচেয়ে কমপ্লিট ফুটবলার বলে ঘোষণা করেছে। এতে আমি এতটুকু অবাক হইনি। ও বরাবরই এরকম। রোনাল্ডোর সঙেগ আমি চার বছর কাটিয়েছি। এর আগেও অনেকবার ও এমন দাবি করেছে। আসলে ও জন্মেছে ভুল সময়ে, ভুল যুগে। এমন জমানায়, যখন অন্য একজন জন্ম নিয়েছে, যার হাতে রয়েছে জাদুকরের লাঠি। আর বাস্তব তথ্যও তো এই কথাই বলে। একজনের দখলে পাঁচটি ব্যালন ডি’অর খেতাব, অন্যজনের আটটি!’
শুধু এখানেই থেমে থাকেননি দি মারিয়া। যোগ করেছেন, ‘এ ছাড়াও অনেক ফারাক রয়েছে দুজনের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া একটি, দু’বার কোপা আমেরিকা জেতা আরেকটি কারণ। মেসিকে খেলতে দেখলে মনেই হয় না ফুটবল খেলা কোনও বড় ব্যাপার। মনে হয়, ও নিজের বাড়ির বাগানে ছেলেখেলা করছে। আর এভাবেই একই ধাঁচের গোল একবার, দু’বার নয়, বছরের পর বছর আঠারো, কুড়ি বছর ধরে করে গেছে মেসি।‘
উল্লেখ্য, আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন দি মারিয়া। যদিও তারপর ক্লাব স্তরে খেলে চলেছেন তিনি। আপাতত পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার।