গাভাসকার-ইনজামাম
শেষ আপডেট: 10th March 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: দেশের ক্রিকেট টিমকে বিঁধেছিলেন সুনীল গাভাসকার। এবার তাঁকে পাল্টা ব্যক্তি-আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম-উল-হক।
সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাক ব্রিগেড। একপেশে লড়াইয়ের পর দলের ফুটিফাটা দশা সামনে চলে আসে। দেশের একাধিক ক্রিকেট তারকা বাবর আজমদের সমালোচনায় মুখর হন। তাতে যোগ দেন সুনীল গাভাসকারও। বলেন, টিম ইন্ডিয়ার পূর্ণশক্তিতে মাঠে নামার দরকার ছিল না। ভারতের বি-টিমই এখনকার পাকিস্তানকে হারাতে যথেষ্ট।
এরই প্রতিবাদে মুখর হয়ে উঠেন ইনজামাম। গাভাসকারকে একহাত নিয়ে অভিযোগের সুরে জানান, খেলোয়াড় জীবনে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান নাকি একবার পাকিস্তানের ভয়ে ম্যাচ ছেড়ে শারজায় গিয়ে লুকিয়ে ছিলেন! ইনজামাম বলেন, ‘ভারত জিতেছে, ভাল খেলেছে। সবই ঠিক আছে। কিন্তু মিস্টার গাভাসকারের একবার পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলার ভয়ে শারজায় পালিয়ে যান। আমার চেয়ে বয়সে বড়, আমার সিনিয়র। আমরা ওঁকে ভীষণ শ্রদ্ধা করি। কিন্তু তাই বলে আপনি একটি দেশের নামে এমন কথা বলতে পারেন না। অবশ্যই নিজের দলের গুণ গাইবার সমস্ত অধিকার আপনার রয়েছে। তবে বাকি দলগুলির নামে এভাবে মন্তব্য করা কুরুচির পরিচয়।‘
এই প্রতি আক্রমণের সূত্রে ইনজামাম ভারত-পাকিস্তান দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানকে হাতিয়ার করেছেন। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ‘গাভাসকারের উচিত তথ্যের দিকে তাকানো। তারপর তিনি বুঝতে পারবেন, পাকিস্তান কোথায় রয়েছে। উনি সত্যি একজন মহান ও সম্মাননীয় ক্রিকেটার। কিন্তু এমন কথাবার্তা বলে নিজের সম্মানকে নিজের হাতেই নষ্ট করছেন। ওঁর বুঝেশুনে কথা বলা উচিত।‘
ইনজামাম খোলসা না করলেও এটা সত্যি যে, মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে। ওয়ান ডে ক্রিকেটের হিসেবে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচ, ভারত ৫৮টি। যদিও সাম্প্রতিক সময়ে পাক টিমকে টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। শেষ দুই বিশ্বকাপে পাকিস্তানের পাঁচ নম্বরে শেষ করা এর সবচেয়ে বড় প্রমাণ।