রোহিত শর্মা-রিকি পন্টিং
শেষ আপডেট: 12th March 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: তিনি সরছেন না জানিয়েছিলেন। কিন্তু কেন সরছেন না, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত অধিনায়ক। এবার এই নিয়ে নিজস্ব যুক্তি খাড়া করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং। তাঁর যুক্তি: অধিনায়ক হিসেবে টি-২০, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেলেছেন রোহিত। বাকি শুধু ওয়ান ডে বিশ্বকাপ জেতা। আর সেটা করতে পারলে বিরল ত্রিমুকুটজয়ী টিমের অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় ব্যাটার। ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন খেলা।
২০২৩ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁচেছিল ভারত। কিন্তু ফাইনালের একপেশে লড়াই জিতে কাপ হাতে দেশে ফেরে অস্ট্রেলিয়া। সেই হারের ক্ষত কিছুটা বুজেছে অজি বাহিনীকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারিয়ে। কিন্তু পুরোটা মোছেনি। দগদগে স্মৃতি মুছবে দেশকে বিশ্বকাপ জেতানোর পর। অনুমান পন্টিংয়ের। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, যেহেতু ভারত শেষ বিশ্বকাপটা হেরেছে আর সেই সময় দলের অধিনায়ক ছিল রোহিত, তাই সেটা ওর মনের কোথাও কাজ করেছে। রোহিত নিশ্চয় ভেবেছে—আর একবার চেষ্টা করা যাক, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ আর ওয়ান ডে বিশ্বকাপ—তিনটিই জিতে ফেলা যায়।‘
যদিও নিছক রেকর্ড তৈরির জন্য খেলে যাওয়া নয়, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরম্যান্স দিয়েই রোহিত প্রমাণ করেছেন তিনি খেলা চালিয়ে যেতে প্রস্তুত। তাঁর সময় এখনও ফুরিয়ে যায়নি। সাফ জানিয়েছেন পন্টিং।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রানের সুবাদে ভারতের জয় একপ্রকার নিশ্চিত করেন রোহিত শর্মা। পাশাপাশি স্থাপন করেন চারটি আইসিসি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার বিরল নজির।
এর আগে বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের নবতম ফর্ম্যাটকে বিদায় জানান রোহিত ও বিরাট। তাই অনুরাগীদের মনে জল্পনা ঘনিয়ে ওঠে—হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন এই জুটি। এখনও পর্যন্ত বিরাট কিছু না বললেও ভারতীয় অধিনায়ক প্রেস কনফারেন্সে এসে সাফ জানিয়ে দেন, তিনি কোথাও যাচ্ছেন না। জাতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলে যাবেন।