শেষ আপডেট: 23rd January 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেকারণে বিসিসিআই ভারতীয় ব্যাটারদের রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দেয়। ব্যাপারটা নিয়ে প্রথমে যথেষ্ট টালবাহানা হলেও, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীরা ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। অন্য়দিকে দিল্লির হয়ে খেলছেন ঋষভ পন্থ। কিন্তু, ভারতীয় ক্রিকেটারদের কেউই তেমন নজর কাড়তে পারলেন না। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বই ইতিমধ্যে মাত্র ১২০ রানে অলআউট হয়ে গিয়েছে। রোহিত শর্মা করেছেন মাত্র ৩ রান। আর শ্রেয়স আইয়ার ১১ রান করেই আউট হয়ে যান। যদিও শার্দূল ঠাকুর ৫১ রান করে কিছুটা হলেও মুখরক্ষা করেছেন।
পাশাপাশি সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছে দিল্লি। দিল্লির হয়ে বিরাট কোহলির খেলার কথা থাকলেও, চোটের কারণে তিনি খেলতে পারেননি। জানা গিয়েছে, আগামী ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন। তবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেন ঋষভ পন্থ। তিনি মাত্র ১ রান করে ধর্মেন্দ্র সিং জাদেজার বলে আউট হয়ে যান।
অন্যদিকে, পঞ্জাব বনাম কর্নাটক ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে পঞ্জাব ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমেছিল। পঞ্জাবের হয়ে ইনিংস শুরু করেন শুভমান গিল এবং প্রভসিমরন সিং। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ডাঁহা ফ্লপ হলেন শুভমান গিল। প্রথম ইনিংসে শুভমান মাত্র ৮ বলে ৪ রান করলেন।
তবে এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দিল্লির বিরুদ্ধে তিনি মোট ৫ উইকেট শিকার করলেন তাঁর শিকারের তালিকায় রয়েছেন আয়ুশ বদৌনি, যশ ধুল, সনৎ সাংওয়ান, হর্ষ ত্যাগী এবং নভদীপ সাইনি।