শেষ আপডেট: 31st August 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস লিখল নর্থইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের জন্য কোনও ট্রফি জিতল তাঁরা। যুবভারতীতে তাঁরা হারাল তারকাখচিত মোহনবাগান সুপার জায়ান্টকে।
ডুরান্ড কাপ ফাইনালে উঠেই একপ্রকার ইতিহাস তৈরি করেছিল পেদ্রো বেনালির ছেলেরা। এই প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলছিল তারা। আর সেটা জিতে আরও বড় উদাহরণ তৈরি করলেন জিতিন এমএস, পার্থিব গোগোইরা। ডুরান্ড ফাইনালে ধারে-ভারে তাঁদের থেকে অনেক এগিয়ে থাকা মোহনবাগানের বিরুদ্ধে যে খেলাটা তাঁরা খেললেন তা অনবদ্য। ফুটবলপ্রেমীদের অনেকদিন মনে থাকবে এই লড়াই।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেছিল সবুজ-মেরুন। ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন জেসন কামিন্স। পরে প্রথমার্ধের খেলা শেষের কিছু আগে লিস্টনের ক্রস থেকে ফিনিস করে দলকে ২-০ গোলের লিড এনে দেন সাহাল আবদুল সামাদ। মোহনবাগানীরা তো বটেই, অনেকেই ভেবেছিল দ্বিতীয়ার্ধে আরও খেই হারিয়ে ফেলবে নর্থইস্ট। ট্রফি জেতা আর হবে না তাঁদের। কিন্তু পরের হাফে ঘটল পুরো উল্টো ঘটনাই। এক নতুন নর্থইস্ট ইউনাইটেডকে যেন দেখা গেল।
এই হাফে বলা যায়, ছন্নছাড়া ফুটবল খেলেছে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাঁদের চেপে ধরতে শুরু করেছিল নর্থইস্ট। মুহুর্মুহু আক্রমণ করছিল তাঁরা। সেইভাবেই পেয়ে যায় প্রথম গোল। ডি-বক্সের মাথা থেকে মাটি কামড়ানো শটে গোল করেন আজারাই। সেই গোলের ঠিক তিন মিনিটের মাথায় আবার গোল করে জন আব্রাহামের দল। এবার দুরন্ত কাট ভলিতে গোল করেন গিলেরমো। ম্যাচ ২-২ স্কোরেই শেষ হয়। ফলে তা গড়ায় টাইব্রেকারে।
শেষ দু'ম্যাচে টাইব্রেকারেই জিতে এসেছিল সবুজ-মেরুন। বিশাল কাইতেই হাতেই তাই ভরসা ছিল সবার। কিন্তু এবার তিনকাঠির নীচে অনবদ্য হয়ে উঠলেন গুরমিত সিং। লিস্টল কোলাসো এবং শুভাশিস বোসের শট বাঁচিয়ে তিনিই হিরো! ৪-৩ গোলে ম্যাচ জিতে ডুরান্ড চ্যাম্পিয়ন হল নর্থইস্ট। সঙ্গে লিখল ইতিহাস।