শেষ আপডেট: 18th August 2024 23:40
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের ডার্বি বাতিলের ঘটনায় ক্ষোভ তো ছিলই, পাশাপাশি কলকাতার রাজপথ দেখল তিন প্রধানের সমর্থকদের এক সুর হলে সেই প্রতিবাদ কতটা জোরালো হতে পারে। তার সাক্ষী থাকল কলকাতা।
রবিবার এমন এক বিরল মুহূর্তের সাক্ষী থেকেছে কলকাতা, যা আগে কোনওদিন হয়নি। কলকাতার নামী প্রাক্তনদের একটা অংশ মনে করছে, যুবভারতীতে আজ হয়তো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের লড়াই হল না। কিন্তু দুই ক্লাবের লড়াই একসঙ্গে মিলে গেলে কতটা তীব্র তার আওয়াজ হতে পারে, সেটি দেখেছে রাজ্য প্রশাসন।
গৌতম সরকারের মতো ময়দানের প্রাক্তন মিডফিল্ডার বলেছেন, ‘‘মাঠের বাইরের একটা ঘটনা নিয়ে এমন তিন প্রধানের সমর্থকদের পথে নামা, আমি এতবছরেও দেখিনি। সবাই ওই তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় দেষীদের শাস্তি নিয়ে ন্যায়বিচার চাইছে, এটা সত্যি ফুটবলই মিলিয়ে দিতে পারে।’’ আরও এক প্রখ্যাত মিডফিল্ডার তথা ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘ডার্বি বাতিল করে কোনও লাভ হয়নি। যে প্রতিবাদ মাঠে হওয়ার কথা ছিল, ম্যাচ বাতিল করে দেওয়ায় সেই সোচ্চার রাজপথে মিলেছে। এটাই তো আসল কলকাতা, যেখানে জাতি-ধর্ম-বর্ণ, জাতপাত ভুলে সবাই প্রতিবাদে শামিল।’’
রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামলে তাদের যদি কোনও সমস্যা হয়, এই আশঙ্কায় তিন প্রধানের কর্তাদের এদিন প্রতিবাদ মিছিলে দেখা যায়নি। তবে দলের ফুটবলাররা এই সবের উর্ধে উঠে এর বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। মিছিলে হেঁটেছেন সস্ত্রীক মোহনবাগানের সদ্য প্রাক্তন অধিনায়ক শুভাশিস বসু। তিনি জানিয়েছেন, ‘‘আমাদের রাজ্যে যা অবস্থা তাতে তো আমার স্ত্রী-ও একা রাস্তায় বেরতে নিরাপত্তাহীনতায় ভুগবে। আরজি কর হাসপাতালের চিকিৎসক বোনের দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।’’
আরজি কর হাসপাতালে গত ১৪ অগস্ট রাতে ভাঙচুরের ঘটনায় পুলিশ সেদিন কার্যত নীরব ছিল। এদিন অবশ্য যুবভারতীর সামনে বাইপাসে সমর্থকদের শান্তিপূর্ণ মিছিল রুখতে লাঠিচার্জও করেছে। সেই নিয়ে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘‘এমন ঘটনা না ঘটলেই ভাল হতো। কেউ তো কোনও সমস্যা করেনি। প্রতিবাদ যে কোনও বিষয় হতে পারে, সেটাই তো করেছিলেন সমর্থকরা। এই ঘটনায় আমরা মর্মাহত।’’
মহামেডান সচিব ইশতিয়াক আমেদ বলেছেন, ‘‘আমাদের সমর্থকরা যুবভারতীর সামনে গিয়েছিল। সেটা ব্যক্তিগতভাবে যেতেই পারে। তবে ক্লাব থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। আমরা কর্তারাও অন্য মিছিলে হেঁটেছি, আমরাও চাই তরুণী চিকিৎসকের খুনিদের চরম শাস্তি।’’