শেষ আপডেট: 20th January 2025 18:28
দ্য ওয়াল ব্যুরো: তবে কি বিসিসিআইয়ের দশ দফা নির্দেশিকা ফাঁকা আওয়াজ ছিল না? ইতিমধ্যে ‘প্ল্যানিং’কে ‘অ্যাকশনে’ রূপ দেওয়া শুরু করেছে ভারতের ক্রিকেট বোর্ড? আসন্ন টি২০ সিরিজের প্রথম ম্যাচে সিএবি-র জারি করা ফরমান দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। যেখানে বাংলার ক্রিকেট অ্যাসোশিয়নের তরফে বলা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জাতীয় দলের খেলোয়াড়দের কেউই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকার সিরিজে ভরাডুবির পর দলের নিয়মশৃঙ্খলা ও অনুশাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ধীরে ধীরে ড্রেসিংরুমের অন্দরমহলের অনেক বিষয় বাইরে আসতে থাকে। যা থেকে স্পষ্ট বোঝা যায়, দলের এতটুকু ঐক্য ও সংহতি নেই। কোচ-অধিনায়ক-খেলোয়াড়দের সকলে অনেক ইস্যুতেই একমত নন।
এরপরই ক্রিকেটারদের ‘পথে আনতে’ শুদ্ধীকরণের রাস্তায় হাঁটার পরিকল্পনা শুরু করে বিসিসিআই। গঠিত হয় রিভিউ কমিটি। তারা দশ দফা প্রস্তাবের খসড়া প্রস্তুত করে। যেখানে বলা হয়—কোনও খেলোয়াড় বিদেশ সফরে গেলে তাঁর স্ত্রী সর্বাধিক ১৫ দিন সেখানে থাকতে পারবেন, টিম বাস ছেড়ে ব্যক্তিগত গাড়ি চড়ে কোনও খেলোয়াড় স্টেডিয়াম কিংবা ট্রেনিং গ্রাউন্ডে যেতে পারবেন না।
এবার এই প্রস্তাবেরই ফলিত প্রয়োগ দেখা গেল সিএবি-র জারি করা নির্দেশিকায়। অ্যাসোসিয়েশনের তরফ থেকে সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআইয়ের প্রস্তাবিত দশ দফার গাইডলাইন অনুযায়ী কোনও খেলোয়াড়ের জন্য আলাদা করে যানবাহনের ব্যবস্থা নেই। ক্রিকেটারদের জন্য একটিমাত্র টিম বাস রাখা হয়েছে। তাঁদের কেউই নিজেদের গাড়িতে আসাযাওয়া করতে পারবেন না। আমাদের গাইডলাইন মেনে চলতে হবে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, খেলোয়াড়দের দলের সঙ্গে যাতায়াত করা বাধ্যতামূলক।‘