শেষ আপডেট: 21st January 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: জার্সিতে ‘পাকিস্তান’ নামাঙ্কন চলবে না। নিয়ম হলেও সেটা মানবে না দল। বিসিসিআইয়ের এই ঘোষণায় রীতিমতো ফুঁসতে শুরু করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
নিয়ম হচ্ছে, আইসিসির কোনও টুর্নামেন্টে আয়োজক দলের নাম অংশগ্রহণকারী সমস্ত টিমের জার্সিতে লেখা থাকা বাধ্যতামূলক। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসছে দুবাই ও পাকিস্তানে। সেই হিসেবে যে সমস্ত টিম মাঠে নামবে, তাদের জার্সিতে ‘পাকিস্তান’ লেখা থাকতে হবে।
যদিও বিসিসিআই জানিয়েছে, তারা এই ফরমান মানবে না। কোনওভাবেই পড়শি দেশের নাম রোহিত, বিরাটদের জার্সিতে শোভা পাবে না।
এই নিয়ে প্রত্যাশিতভাবে তেতে উঠেছে পাক ক্রিকেট বোর্ড। তাদের এক শীর্ষস্থানীয় কর্তার দাবি, শুরু থেকেই ক্রিকেটে ‘রাজনীতি’ ঢোকাতে চাইছে বিসিসিআই। শুধু জার্সি-বিতর্ক নয়, অংশগ্রহণকারী সমস্ত দেশের অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের আয়োজন করে পাকিস্তান। যেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা আসবেন না বলে আগাম জানিয়েছিল ভারতের ক্রিকেট সংস্থা। তিনি আশাপ্রকাশের সুরে বলেন, ‘পাকিস্তান’ লেখা জার্সি না পরাটা নিয়মবিরুদ্ধ। আর আইসিসি সেটা কোনওভাবে বরদাস্ত করবে না। তারা পাক বোর্ডকেই সমর্থন করবে।
প্রসঙ্গত, এই হেভিওয়েট টুর্নামেন্ট ঘোষণার শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে সহযোগিতার রাস্তায় হাঁটেনি বিসিসিআই। আইসিসিকে একপ্রকার চাপে ফেলে ভারতের সমস্ত সমস্ত ম্যাচ দুবাইয়ে রাখার বন্দোবস্ত করা হয়। তারপর অধিনায়কদের প্রেস মিটে না যাওয়া এবং এখন এই জার্সি-বিতর্ক। আগের দুটো লড়াইয়ে ভারতের সামনে পাকিস্তানকে নত হতে হয়েছে। এবার জল কোথায় গড়ায়, সেটা সময় বলবে।