Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষালরাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?
Yograj Singh on Virat, Rohit's Retirement

‘তরুণ ক্রিকেটারদের প্রেরণা দেওয়ার কেউ রইল না!’, রোহিত, বিরাটের অবসর নিয়ে যোগরাজের গলায় বিষাদের সুর

সকলের বিদায়ের সময় ঘনিয়ে আসে—আপ্তবাক্যকে মেনে নিয়েও যোগরাজ মনে করেন ‘রো-কো’ জুটির (RO-KO Duo) ব্যাটে যথেষ্ট ক্রিকেট বেঁচেছিল। 

‘তরুণ ক্রিকেটারদের প্রেরণা দেওয়ার কেউ রইল না!’, রোহিত, বিরাটের অবসর নিয়ে যোগরাজের গলায় বিষাদের সুর

যোগরাজ সিং

শেষ আপডেট: 14 May 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: রোহিত, বিরাটের অবসর (Virat, Rohit's Retirement) নিয়ে, এর যৌক্তিকতা, ঠিক-ভুল নিয়ে তামাম ক্রিকেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে। এবার তাতে যোগ দিলেন যোগরাজ সিং (Yograj Singh)। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার, সম্পর্কে যুবরাজ সিংয়ের (Yuvraaj Singh) বাবা।

কোহলির অবসর নিয়ে বলতে গিয়ে যোগরাজ মন্তব্য করেন, ‘আমার মতে, বিরাট বড় মাপের খেলোয়াড়। তাই ওর চলে যাওয়া ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি। হয়তো ক্রিকেটে সবকিছু অর্জন করে ফেলেছিল। তাই এই অবসর।‘

দু’জন ক্রিকেটার, যারা কালে-কালান্তরে টিম ইন্ডিয়ার দুই মহীরূহ হয়ে উঠেছেন, তাঁদের অবসরের ফলে জাতীয় দলে একটা শূন্যতা তৈরি হবে বলে মনে করেন যোগরাজ। যদিও এটা প্রথম নয়। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের (World Cup 2011) পর একাধিক ক্রিকেটার অবসর নেন। সেই সময়ও দেশের ক্রিকেট একই রকম সমস্যার মধ্যে পড়েছিল বলে মনে করেন তিনি। যোগরাজের ব্যাখ্যা, ‘তখন কাউকে বাদ দেওয়া হয়, কেউ নিজে থেকে সরে দাঁড়ায়। ২০১১ সালে ভারতের ক্রিকেট ভেঙেচুড়ে গিয়েছিল। এখনও উঠে দাঁড়াতে পারেনি।‘

সকলের বিদায়ের সময় ঘনিয়ে আসে—আপ্তবাক্যকে মেনে নিয়েও যোগরাজ মনে করেন ‘রো-কো’ জুটির (RO-KO Duo) ব্যাটে যথেষ্ট ক্রিকেট বেঁচেছিল। এর সঙ্গে যুবরাজের অবসরের মিল খুঁজে পেয়েছেন তিনি। বলেছেন, ‘আমি যুবিকে বলেছিলাম, এটা সঠিক সিদ্ধান্ত নয়। একজনের তখনই ময়দান থেকে বিদায় নেওয়া উচিত, যখন সে চলার ক্ষমতাটুকুও হারায়।‘

পুরনোদের নিষ্কমণ আর নতুনদের আগমনে নয়া টিম ইন্ডিয়া (Team India) ঢেলে সাজানোর যে রণকৌশল বেছে নিয়েছেন নির্বাচকরা, সেটা কতটা ফলপ্রসূ হবে? এই নিয়ে যথেষ্ট সন্দিহান যোগরাজ। তিনি বলেছেন, ‘যদি তুমি শুধুমাত্র তরুণদের নিয়ে দল গড়ে তোলো, তাহলে সেটা ভাঙবেই।‘

বিরাটের পাশাপাশি রোহিতের সরে দাঁড়ানো নিয়ে যোগরাজের বক্তব্য, ‘আমার মনে হয় রোহিতের এমন একজনকে প্রয়োজন ছিল, যে ওকে প্রেরণা দেবে। যেমন, ভোর পাঁচটায় উঠে দৌড়তে যাওয়া। রোহিত আর সেহওয়াগ দুজন ক্রিকেটার, যারা অনেক আগে অবসর নিয়েছে।‘

এরপরই যোগরাজ সিং জুড়ে দেন, ‘সেরা খেলোয়াড়দের ৫০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া উচিত। আমি দুঃখিত। কারণ, নতুনদের প্রেরণা দেওয়ার কেউ রইল না।‘


ভিডিও স্টোরি