
সেই হিসেবেই সোমবার থেকেই পুরোদমে অনুশীলন করছে লাল হলুদের নয়া দল। আইএসএলের লক্ষ্যে দলগঠন অনেকটাই দেরিতে শুরু হয়েছে তাদের। কিন্তু সেই হিসেবে হাত-পা গুটিয়ে বসে নেই কোচ। তিনি দলের ফুটবলারদের নির্দেশ দিয়েছেন, আগে ফিটনেস বাড়াতে হবে, তারপর মাঠে নেমে ম্যাচ প্র্যাকটিস।
আরও পড়ুন: পেলে, নেমারদের ক্লাবে খেলার দেখার অনুমতিই পেলেন না খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট
নভেম্বরে শুরু হবে আইএসএল। তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবেন লাল-হলুদ ফুটবলাররা। তার আগে গোয়াতে জোরকদমে অনুশীলনে ব্যস্ত আমির দের্ভিসেভিচ, অ্যান্টোনিও পেরোসেভিচরা। এমনকি এসে গিয়েছেন নাইজেরিয়ার ড্যানিয়েল চিমা।
We know that the fans have already seen the kits from the training session of the team.😉
Show us your love and rate the training kits in the comments!👇🏻🔥
Joy EastBengal ❤️💛 pic.twitter.com/gJEzdA8ZEk
— Reyaur Sports (@reyaursports) October 12, 2021
এবার যে দল হয়েছে, তাতে ইউরোপের ফুটবলারদের আধিক্য বেশি। কোচ যেহেতু স্প্যানিশ, তিনিও ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া থেকে বিদেশীদের নিয়ে এসেছেন। তার মধ্যে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিকদের মতো স্থানীয়রাও।