
কাটল না চুক্তি জট, শুক্রবার ইস্টবেঙ্গলের জরুরী বৈঠকে থাকবেন রিলায়েন্স প্রতিনিধি
দ্য ওয়াল ব্যুরো: সভার পর সভা, কিন্তু চুক্তি জটের সমাধান সেই অধরা ইস্টবেঙ্গলে। প্রতিদিন নতুন করে সমস্যা তৈরি হচ্ছে, যেগুলি নিয়ে কর্তারা আলোকপাত করছেন ইনভেস্টরদের কাছে।
বৃহস্পতিবার কর্মসমিতির বৈঠকে তিনটি বিষয় নিয়ে সমস্যার কথা বলা হয়েছে। গত সভায় ছিল দুটি সমস্যা, এবার আরও একটি বাড়ল। যদিও এদিন রাতেই ক্লাবকে ইমেল করে ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্তারা জানিয়ে দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে জট না খুললে তারা অন্যত্র ব্যবস্থা নেবেন।
কী সেই ব্যবস্থা, সেটি ক্রমশ প্রকাশ্য, সেটিও একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন বিনিয়োগকারী সংস্থার আধিকারিকরা। এদিন মিটিং চলাকালীন রিলায়েন্স কর্তৃপক্ষের ফোন আসে কর্তাদের কাছে। তারপরেই সভা থামিয়ে দেওয়া হয়।
শুক্রবার বৈঠকে আইএসএলের আয়োজক এফএসডিএলের প্রতিনিধি থাকার কথা। এফএসডিএল মানেই রিলায়েন্স, তার মানে সরাসরি এবার নীতা আম্বানি হস্তক্ষেপ করবেন জানিয়ে দিয়েছেন। রিলায়েন্সের প্রতিনিধি সভায় থাকবেন মানে লাল হলুদের ওপর সই করার চাপ থাকবে।
শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে বৃহস্পতিবার সকালেও চুক্তিপত্রে কিছু বদলের অনুরোধ আসে। সেই অনুরোধ তারা মেনেও নেয়। কিন্তু চুক্তিতে কবে সই করা হবে, সেই নিয়ে ঝুলিয়ে রেখেছেন কর্তারা। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ২৮ অগাস্টের মধ্যে সই না হলে তারা বড় ব্যবস্থা নেবেন। তার আগে যদিও রিলায়েন্স চাপ দিলে লাল হলুদ কর্তাদের সই করা ছাড়া কোনও উপায় থাকবে না।