শেষ আপডেট: 11th July 2024 16:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট থেকে বিরাট কোহলি অধ্যায় কি শেষ হতে চলেছে? হয়তো নয়, আবার জোর দিয়ে কেউ বলতে পারছেন না শেষমেশ চিত্রনাট্য কোনদিকে মোড় নেবে। বিসিসিআই সূত্রে খবর, গৌতম গম্ভীরকে যে ভারতীয় দলের কোচ করা হবে, সেটি ভারতীয় দলের দুই সিনিয়র তারকার সঙ্গে আলোচনা করা হয়েছে। আশ্চর্যজনক হলেও সত্যি, সেই সিনিয়রের তালিকায় কোহলি নেই!
ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্ট কমিটির তিন সদস্য প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক কথা বলেছিলেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে। কিন্তু বোর্ড কর্তারা চাননি এই বিষয়টি নিয়ে কোহলির সঙ্গে কোনও আলোচনা হোক। তার একটাই কারণ, গম্ভীরের সঙ্গে কোহলির সাপে-নেউলে সম্পর্ক।
আইপিএল চলাকালীন তাঁদের মধ্যে বিতর্ক নিয়ে বোর্ডও চিন্তিত ছিল। তারপর অবশ্য পেশাদারিত্বের দিক থেকে দু’জনেই কাছাকাছি এসেছেন। তবে জিইয়ে থাকা বিতর্ক ভারতীয় শিবিরে এখনও হটকেক।
আরও অবাক করা বিষয় হল, গম্ভীরের নাম ভারতীয় কোচ হিসেবে ঘোষণার সময় কোহলি দেশেই ছিলেন না। তিনি বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার দিনই রাতে লন্ডন পাড়ি দেন। গম্ভীরই যে কোচ হবেন, সেটি জানতেন কোহলি। তাই ওইসময় দেশেই থাকেননি, তাও বোর্ডের এক কর্তা বলেছেন।
বোর্ডের ওই কর্তা আরও জানিয়েছেন, এখনকার দিনে কারও সঙ্গে যোগাযোগ করাটা জলভাতের বিষয়। প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে, কতরকমভাবে কারও সঙ্গে যোগাযোগ করা যায়। টি ২০ বিশ্বকাপ চলার সময়ই ওয়েস্ট ইন্ডিজে রোহিত, হার্দিকের সঙ্গে কথা হয়েছিল মালহোত্রাদের। পাশাপাশি ভারতীয় দলের সঙ্গে ছিলেন সচিব জয় শাহ। তিনিও একবারও কোহলির মতো সিনিয়রের সঙ্গে গম্ভীরের যোগদান নিয়ে কথা বলেননি।
এতেই ভারতীয় ক্রিকেটমহলের অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। তাঁদের অনেকের ধারণা, কোহলিদের পারফরম্যান্স এবার দূরবীক্ষণে রাখা হবে, সেটি কোচ গম্ভীরের ওপর দায়িত্ব দেওয়া হবে। আবার এও ঠিক, হার্দিকের সঙ্গে গম্ভীরের সম্পর্ক যতটা ভাল, ততটা নয় রোহিতের সঙ্গেও। দ্রাবিড়ের সঙ্গে রোহিতের সম্পর্কের দারুণ রসায়ন ছিল, সেটি কি ঘটবে ৪২ বছরের গম্ভীরের সঙ্গে? সেই নিয়েও দ্বিধায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা।