Latest News

ব্রাজিলের জয়ের নায়ক, খেলা শেষে অভিমানী ও ক্ষুব্ধ নেমার

দ্য ওয়াল ব্যুরো: দারুণ এক জয়। সেই জয়ের নায়ক নেমার (Neymar)। বিশ্বকাপ (World cup) বাছাই পর্বের ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল (Brazil)। এই জয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন নেমার। যোগ্যতাপর্বে টানা আট ম্যাচে জয় পেল পেলের (Pele) দেশ।

ম্যাচের ১৪ মিনিটে নেমারের পাস থেকে প্রথম গোলটি করেছিলেন এভারটন রিবেইরো। পরে ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন নেমার নিজেই।

এই ম্যাচেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের পায়নি ব্রাজিল। তাই প্রায় দ্বিতীয় সারির দলই সাজাতে হয়েছে ব্রাজিল কোচ তিতেকে। গোলবারের নিচে ওয়েভারটনকে রেখে ৪-৪-২ ছকে দল সাজান তিনি।

আরও পড়ুন: জিতে, নজির গড়ে মেসির কান্নাই এখন আলোচনার বিষয় বিশ্ব ফুটবলে

খেলায় নেমারের জাদুকরি পারফরম্যান্সে সবাই মুগ্ধ। তিনি নিজে খেলেছেন, আবার দলকেও খেলিয়েছেন তিনি। খেলা শেষে তিনি অভিমানী ও ক্ষুব্ধ হয়ে জানিয়েছেন, জানি না আর কী করলে আমাকে সম্মান দেওয়া হবে।

তাঁকে যে মহানায়কের মর্যাদা দেওয়া হয় না, সমর্থকরা তাঁকে নিয়ে বিদ্রুপ করে, সেটি জানেন তিনি। এমনকি সম্প্রতি নেমারের পেটে মেদ জমেছে, সেটি নস্যাৎ করতে তিনি জার্সি তুলে পেট দেখিয়েছিলেন। দেখা গিয়েছিল, সিক্স প্যাকস নেমারের পেটেও রয়েছে।

যার সুবাদে বিশ্বকাপ বাছাইয়ে নেমারের গোল ১২টি। ব্রাজিলের আর কোনও ফুটবলারের বিশ্বকাপ বাছাইয়ে এত বেশি গোল নেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর গোল করতে পারেননি।

আট ম্যাচে টানা অষ্টম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ব্রাজিলের। পূর্ণ ২৪ পয়েন্ট রয়েছে তাদের। সমান ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। পেরুর অবস্থান সাত নম্বরে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like