শেষ আপডেট: 28th January 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: তাঁর আগমন হয়েছিল প্রবল সমারোহে, ঘটা করে। বিদায়ের ছবিটা ঠিক ততটাই পানসে, বর্ণহীন। সৌদি ক্লাব আল-হিলালে ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের ভূমিকার এই হচ্ছে অস্যার্থ। ক্লাব ও খেলোয়াড় দুই তরফের সম্মতিতে মরশুম চলাকালীনই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপ ও মার্কিন মুলুকে এমএলএসের একাধিক ক্লাব লড়াইয়ে থাকলেও, সবকিছু ঠিক থাকলে, আগামি কিছুদিনের মধ্যে ছেলেবেলার ক্লাব স্যান্টোসে যোগ দিতে চলেছেন নেইমার।
২০২৩ সালে ৯০ মিলয়ন ইউরোর বিনিময়ে তাঁকে সই করিয়েছিল আল-হিলাল। সৌদি প্রো-লিগ তখন সদ্য বাজারদখলের যুদ্ধে নেমেছে। রোনাল্ডোর দেখানো পথে সাদিও মানে, রিয়াদ মাহারেজ, করিম বেঞ্জিমার মতো তারকারা ইউরোপ ছেড়ে আরবের বিভিন্ন ক্লাবে পা বাড়াচ্ছেন। এই আবহে নেইমারও পিএসজির মধুচন্দ্রিমা কাটিয়ে আল-হিলালে যোগ দেন।
ব্রাজিলের ফুটবল নক্ষত্রকে সই করিয়ে লিগে আলাদা সাফল্য অর্জনের লক্ষ্যে নেমেছিল আরবের ক্লাবটি। গত বছর সৌদি প্রো লিগ জয়ও করে তারা। এমনকি চলতি মরশুমেও আল-হিলাল লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে। কিন্তু তাতে নেইমারের ভূমিকা কার্যত শূন্য। কারণ, ১৮ মাসের মেয়াদে তাঁকে মাত্র সাতবার মাঠে নামতে দেখা গিয়েছে! যা ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের মোটেও খুশি করতে পারেনি। এই সিজনে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন নেইমার। চোট সারিয়ে গত বছর নভেম্বরে প্রত্যাবর্তন করেন। আর কামব্যাকের পর দ্বিতীয় ম্যাচেই ফের চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। কবে পাকাপাকিভাবে সুস্থ হয়ে উঠবেন, জানে না কেউই। এই পরিস্থিতিতে আর দেরি না করে নেইমারের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় আল-হিলাল। গতকাল ক্লাবের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে—‘আল-হিলালের হয়ে খেলার জন্য নেইমারকে ক্লাবের তরফে ধন্যবাদ। তাঁর ভবিষ্যতের জন্যও রইল শুভকামনা।‘
এরপর কোথায় যেতে চলেছেন ব্রাজিলের তারকা? সোশ্যাল মিডিয়ায় নানা ক্লাবের নাম ভেসে বেড়ালেও, সম্ভবত স্যান্টোসের জার্সি গায়েই নামতে চলেছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে দু’পক্ষের মধ্যে মৌখিক কথাবার্তা সেরে ফেলা হয়েছে। স্রেফ কাগজ-কলমে সইটুকু করা বাকি।
উল্লেখ্য, ব্রাজিলের ক্লাব স্যান্টোস থেকেই নেইমারের উত্থানের শুরু। যুব অ্যাকাডেমিতে ফুটবলের হাতেখড়ি, আগামি দিনের তারকার খ্যাতিলাভ। স্যান্টোসের হয়ে ২২৫টি ম্যাচে ১৩৬ খানা গোল করেছিলেন নেইমার। তারপর বার্সেলোনায় আগমন। নেইমার-সুয়ারেজ-মেসি জুটির দৌলতে স্পেনের ক্লাবটি জয় করে ইউরোপ, জেতে ঘরোয়া লিগও। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। হয়ে ওঠেন বিশ্বফুটবলের সবচেয়ে দামি ফুটবলার।
প্রসঙ্গত, এই মরশুমেই দ্বিতীয় লিগ (সিরি বি) থেকে প্রথম লিগে (সিরি এ) প্রমোশন পেয়েছে স্যান্টোস। নেইমার যোগ দেওয়ায় খেতাব জয়ের স্বপ্নে মশগুল স্যান্টোস সমর্থকেরা। কিন্ত বল পায়ে আদৌ কি মাঠে দেখা যাবে ঘরের ছেলেকে? দেখা গেলেও কতদিন? স্বপ্নের ফুলে আপাতত এই দুটোই তীক্ষ্ম কাঁটা।