
উঠতে চলেছে নির্বাসন, আশায় লাল-হলুদ, রিলিজের গুজব ওড়ালেন আমনা
দ্য ওয়াল ব্যুরো: আশায় বুন বাঁধছেন ইস্টবেঙ্গল কর্তারা। মিনার্ভার প্রাক্তনী সুখদেব সিংকে নিয়ম বহির্ভূতভাবে সই করানো নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা হয়তো উঠে যেতে চলেছে। শুক্রবার ফেডারেশনের আপিল কমিটির সভা হলেও সেই সভায় কোনও সিদ্ধান্ত হয়নি বলেই সরকারিভাবে জানানো হয়। কিন্তু লাল-হলুদ কর্তারা মনে করছেন, বৈঠকের পুরোটাই ইতিবাচক।
বাংলা থেকে আপিল কমিটিতে আছেন আইনজীবী তমাল মুখোপাধ্যায়। সূত্রের খবর আপিল কমিটির সভার রিপোর্ট পাঠানো হয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার কর্তাদের কাছে। আশা করা হচ্ছে সোমবার নাগাদই সিদ্ধান্ত জানিয়ে ঘোষনা করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অল্প কিছু টাকা জরিমানা করে খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা উঠে যাবে। সেক্ষেত্রে ১৬ ডিসেম্বর ডার্বির আগেই ষষ্ঠ বিদেশি খেলোয়াড়কে সই করিয়ে নিতে পারবে ইস্টবেঙ্গল।
কিন্তু এই ষষ্ঠ বিদেশি কে?
জানা গিয়েছে, এক ব্রাজিলীও মিডিওর সঙ্গে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল। কথা হচ্ছে আফ্রিকান কয়েক জন ফুটবলারের ব্যাপারেও। স্প্যানিশ কোচ কর্তাদের জানিয়ে দিয়েছেন, ষষ্ঠ বিদেশিকে হতে হবে বড় চেহারার। যিনি রক্ষণ এবং মাঝমাঠের মাঝখানের অংশে স্ক্রিনের ভূমিকা নেবেন। এক লাল-হলুদ কর্তার কথায়, এক সময় ডগলাস যে জায়গায় খেলত ওই জায়গাতেই খেলোয়ার চান গার্সিয়া মেনেন্দেজ।
এর মধ্যেই গুজব রটে গিয়েছিল সিরিয়ান মিডিও মহমুদ আল আমনাকে রিলিজ দিয়ে দেবে ইস্টবেঙ্গল। কিন্তু সেই গুজব আমনা নিজেই উড়িয়ে দিয়েছেন। চোটের কারণে তিনি এখনও আই লিগের একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। আমনা জানিয়েছেন, পরের সপ্তাহ থেকেই অনুশীলনে নামবেন তিনি। পরের ম্যাচে নাম্বেন না। কিন্তু ইস্টবেঙ্গলের পঞ্চম ম্যাচ থেকে তিনি যে লাল-হলুদ জার্সিতে নামবেন তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি।