Latest News

সৌরভ কি এবার বিশ্ব ক্রিকেটের মসনদে! শশাঙ্ক মনোহর আইসিসি-র চেয়ারম্যানের পদ ছাড়তেই শুরু জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর। দু’বার দু’বছরের জন্য আইসিসির সর্বোচ্চ পদে কাটিয়েছেন তিনি। মনোহরের পর পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত হংকংয়ের ইমরান খোয়াজা এই দায়িত্ব সামলাবেন। কিন্তু এর মধ্যেই সামনে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। মনোহরের পরে কি বিশ্ব ক্রিকেটের মসনদে বসতে চলেছেন দাদা।

বুধবার শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “দু’বার দু’বছরের জন্য আইসিসির সর্বোচ্চ পদে কাটিয়ে পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। আইসিসি বোর্ডের তরফে ঠিক করা হয়েছে আপাতত ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন। আগামী সপ্তাহের মধ্যে পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রয়োজনীয় বৈঠক হয়ে যাবে।”

পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে মূল টক্কর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। যদিও সৌরভের আবেদন অনেকটাই নির্ভর করছে লোধা কমিটির নিয়মের উপর। কারণ, তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা, সেটা লোধা কমিটির কুলিং অফ পিরিয়ড নিয়ে হওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বর্তমান পরিস্থিতিতে লোধা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও বিসিসিআইয়ের পদে থাকা সৌরভের ছ’বছরের সময় শেষ হচ্ছে ৩১ জুলাই। তারপর অবশ্য আইসিসির চেয়ারম্যান পদের জন্য আবেদন করতে পারবেন সৌরভ।

এই দু’জন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ডেভ ক্যামেরন, নিউজিল্যান্ডের গ্রেগর বার্কলে ও দক্ষিণ আফ্রিকার ক্রিস নেনজানিও রয়েছেন আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে।

৬২ বছরের শশাঙ্ক মনোহর এর আগে দু’বার বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন। প্রথমে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত, তারপর ফের ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের অক্টোবর মাস পর্যন্ত। তারপরেই আইসিসির চেয়ারম্যান হন তিনি।

আইসিসির চেয়ারম্যানের পদ থেকে মনোহরের পদত্যাগের ফলে অবশ্য খুশিই হয়েছে বিসিসিআই। কারণ প্রথম থেকেই বিভিন্ন ঘটনায় বিসিসিআইয়ের সঙ্গে সংঘাত হয়েছে তাঁর। একজন ভারতীয় সর্বোচ্চ পদে থাকলেও তার কোনও সুবিধা পায়নি ভারত। তাই এখন অক্টোবর-নভেম্বরে আইপিএলের অনুমতি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

মনোহরের সময়েই ক্রিকেটের ‘বিগ থ্রি’র ক্ষমতা কিছুটা কমে। বিগ থ্রি অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই তিনটে দেশেই বেশিরভাগ আইসিসি টুর্নামেন্টের বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু এবার নতুন চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক বেশ ভাল হবে বলেই মনে করছে বিসিসিআই। আর সেটা যদি সৌরভ হন তাহলে তো কোনও কথাই নেই। আর তাই এবার আইসিসির মসনদে সৌরভকে বসাতে বিসিসিআই যে সব শক্তি প্রয়োগ করবে তা বলাই বাহুল্য।

You might also like