শেষ আপডেট: 16th March 2020 12:30
দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের আতঙ্ক থাবা বসিয়েছে দাবার দুনিয়াতেও। জার্মানিতে বন্ধ হয়ে গিয়েছে বুন্দেশলিগা দাবা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতেই জার্মানিতে গিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। কিন্তু সেখানে এই মুহূর্তে আটকে পড়েছেন ভিশি। ফিরতে পারছেন না দেশে। জার্মানিতেই নিজেকে সেলফ কোয়ারিন্টাইনে রেখেন এই গ্র্যান্ডমাস্টার। ফেব্রুয়ারি মাসে জার্মানি গিয়েছিলেন আনন্দ। কিন্তু তারপরেই টুর্নামেন্টের আয়োজকরা ঘোষণা করেন, এই মুহূর্তে টুর্নামেন্ট বন্ধ রাখতে হচ্ছে। কিন্তু তখন আর দেশে ফেরার সুযোগ ছিল না। তাই জার্মানি গেলে প্রতিবার যেখানে থাকেন, সেখানেই নিজেকে সেলফ কোয়ারিন্টাইনে রেখেছেন ভিশি। রোজ ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলছেন। বন্ধুদের সঙ্গেও ভিডিও কলে যোগাযোগ হচ্ছে। হাঁটতেও বেরাচ্ছেন। কিন্তু বিশ্বনাথন আনন্দকে দেখে সেই আগের মতো মাতামাতি বর্তমানে বন্ধ। জার্মানিতে বসেই সংবাদমাধ্যমকে আনন্দ বলেছেন, “একদম অন্যরকমের অভিজ্ঞতা। সারাদিন ঘরেই থাকছি। মাঝে মাঝে ভিডিও কলে স্ত্রী অরুণা ও ছেলে অখিলের সঙ্গে কথা হচ্ছে। হাটতে বেরলে দেখছি সবাই চিনতে পারলেও দূরে দূরেই থাকছেন। নিজেকে জোর করে আইসোলেশনে রাখতে হচ্ছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা।” যা পরিস্থিতি তাতে মার্চ মাসে জার্মানি থেকে হয়তো চেন্নাইয়ে ফিরতে পারবেন না আনন্দ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেই তাঁদের জার্মানি ছাড়ার অনুমতি দেওয়া হবে। বছরের বেশিরভাগ সময়েই অবশ্য দেশের বাইরেই থাকেন আনন্দ। বিশেষ করে জার্মানিতে মাঝেমধ্যেই যেতে হয় তাঁকে। কিন্তু অন্যবারের থেকে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। চিন্তাই বিশ্বনাথন আনন্দের পরিবারও। এই প্রথম হয়তো বাড়ির বাইরে থাকায় চিন্তায় রয়েছেন স্ত্রী অরুণা। তাঁর প্রার্থনা মার্চেই যেন ঘরে ফেরেন ভিশি। ২৭ জানুয়ারি জার্মানিতে প্রথম করোনা ভাইরাস থাবা বসিয়েছিল। কিন্তু তারপরেও সেই দেশে গিয়েছিলেন আনন্দ। কারণ তখন টুর্নামেন্ট বন্ধ করার ঘোষণা করা হয়নি। তিনি জার্মানিতে পা রাখার পরেই কয়েক দিনে এই ভাইরাসের প্রকোপ এতটাই বেড়ে যায় যে টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়। কিন্তু সেখানেই আইসোলেশনে থেকে যেতে হয় আনন্দকে। তিনি কবে বাড়ি ফিরবেন এই চিন্তাতেই পরিবার।