Latest News

সময় হয়েছে বিশ্বকাপ দেশে আনার, ভিডিও বার্তায় হরমনপ্রীতদের তাতালেন বিরাট

দ্য ওয়াল ব্যুরো: টি টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে অধিনায়ক হরমনপ্রীতের সেঞ্চুরির দৌলতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মিতালির ব্যাটে পাক বধ করেছিল ‘উইমেন ইন ব্লু’। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। জিতলেই শেষ চার পাকা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় মিতালি, দীপ্তিদের উদ্বুদ্ধ করলেন বিরাট কোহলি।

সামনে অস্ট্রেলিয়া সফর। সেই প্রস্তুতিতেই এখন ব্যস্ত বিরাটরা। এই সিরিজ শুরু হওয়ার আগে এই মুহূর্তে দেশের ক্রিকেট অনুরাগীদের সমানভাবে নজর রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই করছে দেশের মহিলা ক্রিকেট দল।

আরও পড়ুন আজ সেই দিন! রক্তাক্ত নাকে বরফ চেপে ১৬’র কিশোর বলেছিল ‘ম্যায় খেলেগা’

তাই ক্যাঙ্গারুদের দেশে ভাল ক্রিকেট খেলার চাপ যতই থাকুক মহিলা দলকে টুর্নামেন্টের মাঝে একবারের জন্য তাতাবেন না পোস্টার বয়, তা কি হয়? সেই লক্ষ্যেই ভিডিও বার্তায় বিদেশের মাটি থেকে হরমনপ্রীতদের ট্রফি ছিনিয়ে আনার ডাক দিলেন বিরাট।

বৃহস্পতিবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিরাট লেখেন, ” আমরা সেমিফাইনালের দোরগোড়ায়। এ বার সময় হয়েছে দেশের মাটিতে ট্রফি ফিরিয়ে আনার।” ভিডিওটিতে বিরাট বলছেন, ” আমাদের মেয়েদের জন্য আমরা গর্বিত। দেশের জার্সি গায়ে খেলাটা অত্যন্ত সম্মানের। দেশের জার্সি কখনও দেখে না তুমি কে, তোমার লিঙ্গ কী কিংবা তুমি কোথা থেকে এসেছো। আসুন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মেয়েদের সমর্থনে আমরা এগিয়ে আসি।” এমনকী শুধু তিনি নিজেই এই বার্তা দিয়ে ক্ষান্ত থাকেননি। ভারতের ক্রীড়া মহলের অন্যান্য ব্যক্তিত্বদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরাট। ভিডিও বার্তাটির শেষে হরমনপ্রীতদের সমর্থনে এগিয়ে আসার জন্য ঋষভ পন্থ, সাইনা নেহওয়াল এবং সুনীল ছেত্রীর নাম প্রস্তাব করেন ভারত অধিনায়ক।

দিনকয়েক আগে একটি ভিডিও বার্তায় বিরাটের বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়ে যায়। তাঁকে তীব্র কটাক্ষে বিঁধতে থাকেন নেটিজেনরা। সেখানেও দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এরপর এ দিন মহিলা ক্রিকেট দলের সমর্থনে বিরাটের এই ভিডিও বার্তা দেখিয়ে দিল বিরাট আছেন বিরাটেই। দেশের জার্সিকে সম্মান করে ক্রিকেটের প্রতি আবেগে তাঁর জুড়ি মেলা ভার।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like