
টানা এক ডজন জয়, পেশাদার বক্সিংয়ে অপ্রতিরোধ্য বীজেন্দ্র
দ্য ওয়াল ব্যুরো: জয়ের ধারা জারি রইল ভারতীয় বক্সার বীজেন্দ্র সিংয়ের। পেশাদার বক্সিংয়ে টানা ১২ ম্যাচ জিতলেন তিনি। এবার তাঁর কাছে হার স্বীকার করলেন ঘানার প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন চার্লস আডামু।
শুক্রবার ঘানার বক্সার টিকতে পারেননি বীজেন্দ্রর সামনে। প্রো রেসলিংয়ে নামার পর গত চার বছর ধরে তাঁর সামনে যে প্রতিপক্ষই এসেছেন, কখনও পয়েন্টের বিচারে বা কখনও নক আউটে হারতে হয়েছে তাঁদের। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। আট রাউন্ডের বাউটে জয় পেলেন বীজেন্দ্র।
প্রথম থেকেই চার্লসের বিরুদ্ধে দাপট দেখিয়ে খেলছিলেন বীজেন্দ্র। ডিফেন্স ও অফেন্সের সুন্দর মেলবন্ধনে একের পর এক পয়েন্ট আসছিল। ফাউল প্লে করায় এক পয়েন্ট কেটেও নেওয়া হয় চার্লসের। শেষ রাউন্ড অবধি লড়লেও হার বাচাতে পারেননি চার্লস। বিচারকদের পয়েন্টের ভিত্তিতে জয়ী হন বীজেন্দ্র।
জয়ের পর সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন বীজেন্দ্র। নিজের ছবি দিয়ে তিনি লেখেন, “দুবাইতেও জয়ের ধারা বজায় রেখে ১২-০ করতে পারায় ভাল লাগছে। আমার উপর বিশ্বাস রাখার জন্য সমস্ত বন্ধু ও সমর্থকদের অনেক ধন্যবাদ।” তাঁর এই টুইটের জবাবে ভক্তদের শুভেচ্ছা আসতে থাকে। সবাই তাঁকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান। রাজনীতির ময়দানে নেমে ব্যর্থ হলেও বক্সিংয়ের ময়দানে যে তিনি অপ্রতিরোধ্য, তা আরও একবার প্রমাণ করলেন ভারতের হয়ে অলিম্পিকজয়ী বক্সার।
Happy to continue my winning streak and making it 12-0 here in Dubai. Thanks to all my friends and fans for always supporting and believing in me. ??? pic.twitter.com/YD301s89u1
— Vijender Singh (@boxervijender) November 22, 2019