Latest News

মেসির ডেরায় মহারাজ, দিদি’র পর এ বার বার্সার জার্সি উপহার দাদাকে

দ্য ওয়াল ব্যুরো : মাস তিনেক আগে বার্সেলোনার তরফে জার্সি এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এ বার বার্সার জার্সি পেলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন আর কত স্বাধীনতা চাই আপনার? নাসিরুদ্দিন শাহকে আক্রমণ অনুপম খেরের

মেয়ে সানাকে নিয়ে আপাতত বার্সেলোনা সফরে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সফরের মাঝেই শনিবার সটান প্রিয় ক্লাব বার্সেলোনার ম্যাচ দেখতে ন্যু ক্যাম্পে পৌঁছে যান ‘প্রিন্স অফ ক্যালকাটা।’ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল মেসিদের ড্রেসিং রুমে হাজির হবেন সৌরভ। কারণ সম্প্রতি আন্তর্জাতিক ঠাণ্ডা পানীয় সংস্থা কোকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। পানীয় এই সংস্থা আবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সহযোগী স্পনসর। পানীয় সংস্থার পক্ষ থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে লা-লিগায় বার্সেলোনার ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মত শনিবার কাতালান ক্লাবের গ্যালারিতে দেখা গেল মহারাজকে।

ন্যু ক্যাম্পের গ্যালারিতে প্রাক্তন ভারত অধিনায়কের ছবি নিজেদের অফিসিয়াল পেজে পোস্ট করল লা লিগা কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অফিসিয়াল পেজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি পোস্ট করে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে, ‘ন্যু ক্যাম্পে ক্রিকেটের দাদা।’ শুধু তাই নয় ৯৯ লেখা বার্সেলোনা জার্সিও উপহার দেওয়া হয়েছে সৌরভকে। পোস্ট হতেই নেটিজেনদের চর্চার বিষয় হয়ে ওঠে ছবিটি। আর শুধু উপস্থিত থাকাই নয়, ন্যু ক্যাম্পের গ্যালারিতে বসে বড়দিনের আগে মেসির দলের জয় তারিয়ে তারিয়ে উপভোগ করলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক।

এর আগে মোহনবাগান লেজেন্ডদের সঙ্গে প্রীতিম্যাচ খেলতে ২৮ সেপ্টেম্বর কলকাতা এসেছিলেন বার্সেলোনা লেজেন্ডরা। সে দিনই বার্সার দুই তারকা প্রাক্তনী জুলিয়ানো বেল্লেত্তি এবং হারি লিটমানেন ‘দিদি’ লেখা জার্সি তুলে দেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মৌলিকের হাতে। তাতে মেসি লিখেছেন, “বেস্ট উইশেশ ফর মাই দিদি।” ওই জার্সিতে মেসির সইও ছিল। তবে মমতার জার্সিতে লেখা ছিল ১০ নম্বর। সৌরভ অবশ্য পেলেন ৯৯ নম্বর জার্সি।

তবে এই নিয়েও অনুরাগীদের মধ্যে আনন্দের রেষ। কারণ ক্রিকেট জীবনে ৯৯ নম্বর জার্সি পরেই খেলতেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর তাই সেই নম্বর লেখা জার্সিই মহারাজকে উপহার দিল বার্সা টিম ম্যানেজমেন্ট।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like