
আমি কিন্তু একাই দেশে ফিরবো না! সতীর্থদের সতর্ক করলেন সরফরাজ
ভারতের কাছে হারের পর একটি সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে সরফরাজ বলেন, “যদি কেউ মনে করেন, আমি একাই বাড়ি ফিরবো, তাহলে এটা তাঁদের বোকামি। ভগবান না করুন, কিছু খারাপ না হলে সবাই বাড়ি ফিরবেন। সবাইকে গিয়ে দেশবাসীর সামনে পড়তে হবে।” আর তাই পরের ম্যাচগুলোতে নিজেদের খেলার মান উন্নত করার পরামর্শ দিয়েছেন পাক অধিনায়ক। একমাত্র পরের ম্যাচগুলোতে জিততে পারলে তবেই দেশে ফিরে সমর্থকদের সামনে দাঁড়াতে পারবেন তাঁরা, এমনটাই মন্তব্য করেছেন সরফরাজ।
ভারতের বিরুদ্ধে ৮৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার সরফরাজকে ‘ব্রেনলেস অধিনায়ক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “সরফরাজের ন্যূনতম পরিকল্পনা নেই। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বিরাট টসে জিতে প্রথমে বল নিয়ে ডুবেছিলেন, সেই একই ভুল সরফরাজ করলেন। টসে জেতার সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ ম্যাচ জেতা হয়ে গিয়েছিল। কিন্তু সেই ম্যাচকে কীভাবে হারতে হয়, সেটা সরফরাজ দেখালেন।”
তবে শুধু সরফরাজ নয়, পাক সমর্থকদের আক্রমণের তোপ গিয়ে পড়েছে শোয়েব মালিকের উপরেও। ভারতের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন শোয়েব। তারপরেই সানিয়া মির্জা ও কিছু সতীর্থকে সঙ্গে নিয়ে আগের দিন রাতে তাঁর বারে যাওয়ার ছবি ভাইরাল হয়ে যায়। পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ, হাসান আলির বিরুদ্ধেও তোপ দেগেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। এমনকী গোটা পাক দলকে নির্বাসন দেওয়ার দাবি জানিয়ে পাকিস্তানের আদালতে মামলাও করেছেন এক ব্যক্তি।
আগামী রবিবার লন্ডনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। সেই ম্যাচে জিততেই হবে সরফরাজদের। নইলে এই বিক্ষোভ কিন্তু আরও বাড়বে।