শেষ আপডেট: 23rd December 2018 08:04
ক্যামেরা দেখেই হাসিমুখে পোজ, দুনিয়াকে 'হ্যালো' বললেন বেবি মির্জামালিক
দ্য ওয়াল ব্যুরো : এতদিন মায়ের কোলে চড়া তাঁঁর অনেক ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে, বাহারের শীতপোশাক পরা সেই সব ছবিতে একবারও মুখ দেখাননি এই খুদে। অবশেষে মুখ দেখালেন তিনি। জনপ্রিয়তায় তৈমুরকে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়া এই স্টার কিডের নাম ইজহান মির্জামালিক।