Latest News

রুদ্ধশ্বাস থ্রিলারে মুম্বই জয় রাজস্থানের রয়্যালদের

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে পোলার্ডের বিধ্বংসী ইনিংসে পঞ্জাবকে হারিয়েছিল মুম্বই। তাই ঘরের মাঠে সেকেন্ড লাস্ট বয় রাজস্থানের বিরুদ্ধে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল রোহিত বাহিনী। কিন্তু ওয়াংখেড়েতে দেখা গেল অন্য ছবি। বাটলারের ব্যাটে ভর করে মুম্বইয়ের ঘরের মাঠে তাদের হারাল রাজস্থান রয়্যালস।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রাহানে। কিন্তু দুরন্ত শুরু করেন দুই ওপেনার রোহিত ও ডি’কক। রোহিত ৪৭ করে আউট হলেও ডি’কক নিজের খেলা চালিয়ে যান। ৮১ করে আউট হন তিনি।  আগেরদিনের নায়ক পোলার্ড এ দিন ব্যর্থ। শেষ দিকে হার্দিকের ঝোড়ো ১১ বলে ২৮ রানের দৌলতে ১৮৭ তোলে মুম্বই ইন্ডিয়ান্স।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন রাজস্থানের দুই ওপেনার রাহানে ও বাটলার। রাহানে ৩৭ করে আউট হলেও ফের বিধ্বংসী রূপ দেখা গেল বাটলারের। তাঁকে সঙ্গ দেন সঞ্জু স্যামসন। বাটলার ৮৯ করে আউট হন। দেখে মনে হচ্ছিল সহজেই জয় তুলে নেবে রাজস্থান। কিন্তু ৯ বলের মধ্যে ৪ উইকেট হারায় রাজস্থান। চাপে পড়ে গেলেও শ্রেয়স গোপালের ব্যাটে ৩ বল বাকি থাকতেই জিতে যায় তারা।

এ দিনের রাজস্থানের জয়ের পর কোহলি সমর্থকরা আশা করছেন সন্ধ্যার ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে হয়তো জয় দিয়ে আইপিএলের খাতা খুলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

You might also like