শেষ আপডেট: 22nd August 2018 09:19
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারতের হয়ে চতুর্থ সোনা জয় করলেন শুটার রাহি সর্নোবত। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন উত্তরপ্রদেশের কোলাপুরের বাসিন্দা রাহি সর্নোবত। ফাইনালে তিনি হারান থাইল্যান্ডের ইয়াংপাইবুন নাফাসওয়ানকে। নাটকীয় পটপরিবর্তন দেখা যায় ফাইনালে৷ চূড়ান্ত উত্তেজক লড়াই চলে দুই ফাইনালিস্টের মধ্যে৷ শুটিং রেঞ্জে এমন রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক কালে খুব কমই চোখে পড়েছে৷ এমন চিত্তাকর্ষক থ্রিলারে জিতে চলতি এশিয়ান গেমস থেকে ভারতকে চতুর্থ সোনা এনে দিলেন রাহি সর্নোবত৷ মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ২৭ বছরের অভিজ্ঞ ভারতীয় শুটার৷ যদিও একই ইভেন্টে ভারতীয় শিবিরকে হতাশ করেছেন ১৬ বছরের মনু ভাকের৷ সম্ভাবনা জাগিয়েও পোডিয়ামে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন তিনি৷ গতকাল শুটিংইয়েই এশিয়ান গেমসে রেকর্ড করে সোনা জিতেছিলেন ১৬ বছরের সৌরভ চৌধরি। রাহির সোনা জয়ের ফলে কুস্তির পাশাপাশি শুটিংয়েও ভারতের জন্য এল জোড়া সোনা।