শেষ আপডেট: 31st July 2019 07:04
দ্য ওয়াল ব্যুরো : প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের পথই অনুসরণ করছেন পাক ফাস্ট বোলার হাসান আলি। তিনিও বিয়ে করতে চলেছেন এক ভারতীয় মেয়েকে। জানা গিয়েছে, ২০ অগস্ট দুবাইয়ে হাসান নিকাহ করবেন হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে। যদিও এখনও এই বিয়ের কথা নিশ্চিত করেননি হাসান। তবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাক সংবাদমাধ্যম জিও টিভি প্রথম এই কথা জানায়। জানা গিয়েছে, হরিয়ানায় জন্ম হলেও শামিয়ার পড়াশোনা ইংল্যান্ডে। এখন দুবাইয়ে মা-বাবার সঙ্গে থাকেন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়ে বর্তমানে একটি বিমানসংস্থায় কাজ করেন শামিয়া। ভারতে এখন বসবাস না করলেও দিল্লিতে তাঁদের অনেক আত্মীয় রয়েছে বলে জানা গিয়েছে। দুবাইতেই এক বন্ধুর সূত্রে শামিয়ার সঙ্গে আলাপ হয়েছিল হাসানের। তারপরেই প্রেম, আর এখন বিয়ে। যদিও এই খবর বেরনোর পর হাসান আলি জানিয়েছেন, এখনও বিয়ে নিশ্চিত হয়নি। তিনি টুইটারে বলেন, "আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, এখনও বিয়ের দিন ঠিক হয়নি। দুই পরিবারের মধ্যে কথা চলছে। ইনশাল্লাহ, খুব তাড়াতাড়িই ডেট ঠিক হয়ে যাবে।" পাক ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের বিয়ের শুরু অবশ্য মহসিন খানের হাত ধরে। অভিনেত্রী রীনা রায়কে বিয়ে করেছিলেন তিনি। পরবর্তীকালে ইমরান খান, শোয়েব আখতার থেকে শুরু করে শাহিদ আফ্রিদি, ভারতে তাঁদের সম্পর্কের খবর চাউর হলেও বিয়ের পিঁড়ি পর্যন্ত তা যায়নি। ২০১০ সালের ১২ এপ্রিল পাক ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা সানিয়া মির্জার বিয়ে হয়। এই নিয়ে সানিয়াকে অনেক সমালোচনাও শুনতে হয়েছিল। দু'জন বর্তমানে দুবাইয়েই থাকেন। প্রাক্তন অধিনায়কের পথেই এ বার হাঁটতে চলেছেন তরুণ এই ফাস্ট বোলার।