শেষ আপডেট: 11th October 2019 06:27
আমি চাই না কেউ আমাকে 'ভগবান' বলুক: মেসি
দ্য ওয়াল ব্যুরো: তাঁর নাম লিওনেল মেসি হলেও ফুটবল দুনিয়ায় তাঁকে অনেক নামে ডাকা হয়। কেউ বলেন এলএম টেন। কেউ বা আবার ডাকেন গোট ( গ্রেটেস্ট অফ অল টাইম ) বলে। তবে বেশিরভাগ ভক্তই তাঁকে ডাকেন 'গড' অর্থাৎ ভগবান বলে। কিন্তু মেসি নাকি নিজেই চান না তাঁকে কেউ ভগবান বলে ডাকুক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই কথা বলেন মেসি। তাঁকে এই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ভগবান বলে ডাকার ফলে কি মেসির কোনও অস্বস্তি হয়? তার উত্তরে মেসি বলেন, "না এতে আমার অস্বস্তি হয় না। কিন্তু আমার ভালো লাগে না, কেউ আমাকে ভগবান বলে ডাকুক।" কিন্তু কেন এই কথা বললেন লিও? তার জবাবও দিয়েছেন মেসি। তিনি বলেন, "আমাকে অনেকেই ভগবান বলে ডাকেন। আমি জানি তাঁরা আমার ক্ষতি চেয়ে সে কথা বলেন না। বরং আমাকে সম্মান জানাতে এই কথা বলেন। কিন্তু আমার মনে হয় আমাকে ভগবান বলা উচিত নয়। এটা অত্যুক্তি। আমি ভগবান নই। তাই আমি চাই না কেউ আমাকে ভগবান বলুক।" https://twitter.com/luism8989/status/1181992170905112576?s=19 এই ধরনের কথাবার্তায় তাঁর ছেলেদের মধ্যেও প্রভাব পড়ে বলেই জানিয়েছেন মেসি। তিনি বলেন, "আমার ছেলেরা এখন ছোট। ওরা যা শোনে সেটাই শেখে। তাই আমি চাই না ওরা এসব শুনুক আর সেগুলো শিখুক।" অবশ্য মেসি যাই বলুন না কেন, তাঁর ভক্তরা কি তাঁকে ভগবান বলে ডাকা ছাড়বেন। তার উত্তর অবশ্য সময়ই দেবে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…