Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

পিছোতে পারে আইপিএলের ফাইনাল, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের সূচি। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এই টুর্নামেন্ট। কিন্তু তারমধ্যেই

পিছোতে পারে আইপিএলের ফাইনাল, সিদ্ধান্ত আগামী সপ্তাহেই

শেষ আপডেট: 31 July 2020 09:56

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের সূচি। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এই টুর্নামেন্ট। কিন্তু তারমধ্যেই শোনা গেল, আইপিএলের ফাইনাল দু’দিন পিছিয়ে যেতে পারে। ৮ নভেম্বরের জায়গায় তা হতে পারে ১০ নভেম্বর। সূত্রের খবর, ১৪ নভেম্বর দীপাবলী হওয়ায় সেই সপ্তাহেই ফাইনাল রাখতে চাইছে গভর্নিং কাউন্সিল। তাহলে উৎসবের আমেজে ফাইনাল হবে। আর যদি সেরকমের কোনও সিদ্ধান্ত হয়, তাহলে প্রথমবার আইপিএলের ফাইনাল উইকেন্ডে না হয়ে সপ্তাহের মাঝে হবে। কারণ ১০ নভেম্বর মঙ্গলবার। অবশ্য এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে। সেটি হল আন্তর্জাতিক সূচি। আইপিএলের পরেই বিরাটদের অস্ট্রেলিয়া সফর রয়েছে। ৩ ডিসেম্বর থেকে চার টেস্টের সিরিজ শুরু হবে সে দেশে। তার আগে নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাটদের। তাই আইপিএল শেষ হওয়ার পরেই তাঁদের অস্ট্রেলিয়া উড়ে যেতে হবে। সেক্ষেত্রে ফাইনাল দু’দিন পিছিয়ে গেলে সমস্যা হতে পারে। বোর্ড সূত্রে খবর, আইপিএল চলাকালীন অস্ট্রেলিয়া সিরিজে থাকা ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরশাহীতেই থাকবেন। তাঁরা আইপিএলের অংশ না হলেও সে দেশেই প্রস্তুতি নেবেন। আইপিএলে খেলা বাকি প্লেয়াররা তাঁদের সঙ্গে টুর্নামেন্ট শেষ হলেই যোগ দেবেন। তারপর সবাই মিলে অস্ট্রেলিয়া উড়ে যাবেন। আগামী শনিবার বৈঠক হওয়ার কথা আইপিএল গভর্নিং কাউন্সিলের। তারপরের দু’দিন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, স্পনসর ও ব্রডকাস্টারদের সঙ্গে বৈঠক হবে তাঁদের। সেখানেই পুরোটা ঠিক হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজিদের অনেক প্রশ্ন রয়েছে। ক্রিকেটারদের কী ভাবে রাখা হবে, তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরা যেতে পারবেন কিনা। সেই সব উত্তর সেদিনের বৈঠকেই ঠিক হবে। তবে জানা গিয়েছে প্রতিটি দলকে আলাদা আলাদা হোটেলে রাখা হবে। আগে থেকে কোনও অনুমতি ছাড়া কাউকে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না। এছাড়া ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে একটা খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পূর্ণাঙ্গ সূচিও এই বৈঠকেই ঠিক হতে পারে। সেদিনই হয়তো জানা যাবে, ফাইনালের দিনে কোনও পরিবর্তন হল কিনা।

ভিডিও স্টোরি