
পাওয়ারের পর বিশ্বকাপজয়ী কোচ পাচ্ছেন হরমনপ্রীতরা?
দ্য ওয়াল ব্যুরো: টি টোয়েন্টি বিশ্বকাপে মিতালি রাজ-রমেশ পাওয়ার কাণ্ডের পর থেকে ভারতের মহিলা দলে অচলাবস্থা। নতুন কোচের জন্য ভারতীয় বোর্ডের কাছে আবেদন এসেছে অনেক বিখ্যাত খেলোয়াড়-কোচদের। এ বার সেই তালিকায় যোগ হলো ভারতকে বিশ্বকাপ দেওয়া কোচের নাম। গ্যারি কার্স্টেন।
বিসিসিআই সূত্রে খবর, ইতিমধ্যেই হরমনপ্রীত, মান্ধানাদের কোচ হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দরখাস্ত করেছেন দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার। সে তালিকায় যেমন নাম রয়েছে মনোজ প্রভাকর, ওয়েইস শাহ, হার্সেল গিবস, ডেভ হোয়াটমোর, গার্গী বন্দ্যোপাধ্যায়দের, তেমনই মহিলা দলের কোচ হতে চেয়ে পুনরায় আবেদন করেছেন রমেশ পাওয়ার। তবে মহিলা দলের কোচ হওয়ার দৌড়ে সামিল হয়ে এবার আলাদা মাত্রা যোগ করলেন বিশ্বজয়ী কোচ।
আরও পড়ুন সনি কি খেলবেন ডার্বিতে? সপ্তাহভর নাটক শেষে মুখ খুললেন শঙ্করলাল
২০০৮ সালে ভারতের পুরুষদের দলের কোচ হয়ে এসেছিলেন গ্যারি। পরের তিন বছর একের পর এক সাফল্য। শচীন তেণ্ডুলকরের মতো তারকা বলেছিলেন, গ্যারি খেলোয়াড়দের সঙ্গে বন্ধুর মতো মেশেন। আর তাই সবার সেরাটা বেরিয়ে আসে। ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর গোটা দল যখন ড্রেসিং রুমে আনন্দ করছে, তখন গ্যারিই বলেছিলেন, ‘আর একটা খেলা। তারপরে যত পারো আনন্দ কোরো।’ ওয়াংখেড়েতে ধোনির সেই বিশাল ছক্কা মেরে ভারতকে জেতানোর পর দু’হাত তুলে গ্যারির আনন্দ প্রকাশ এখনও সবার চোখে ভাসে। ভারতকে বিশ্বকাপ জিতিয়েই কোচের পদ ছেড়েছিলেন টেস্ট ক্রিকেটে ২১ সেঞ্চুরির মালিক।
গ্যারি কার্স্টেনের থেকে বেশি ভারতীয় বোর্ডকে হয়তো কেউ ভালো চেনেন না। ভারতীয় দলের কোচিং করানো ছাড়াও আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের দায়িত্বও সামলেছেন তিনি। ভারতীয় বোর্ড ছাড়া ভারতীয় খেলোয়াড়দের মানসিকতাকেও ভালো মতো চেনেন। আর তাই তাঁর দিকেই পাল্লা ভারী। বোর্ড সূত্রে খবর, গ্যারি কার্স্টেন বোর্ডের চোখে সেই কোচ, যিনি কথা কম বলে নিজের কাজটা ভালোভাবে করেন। বিরাটদের সঙ্গে তিন বছর সময়ে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। পুরো দলের দাদা তিনি। ফলে সবাই নিজের মনের কথা বলতে পারেন কোচকে। আর ফলও তিনি দিয়েছেন। তাই গ্যারি আবেদন করার পর বাকিদের আবেদনের গুরুত্ব অনেক কমে গেল।
তবে যতক্ষণ না নাম ঘোষণা হচ্ছে, ততদিন একটা কিন্তু থেকেই যাচ্ছে। বোর্ডের অন্দরমহলের খবর, গ্যারির সঙ্গে কথা বলে শিগগির নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিসিআই।