Latest News

মিতালির হাফ সেঞ্চুরি, পাক প্রতিরোধ ভেঙে জয় হরমনপ্রীতদের

দ্য ওয়াল ব্যুরো : প্রথম ম্যাচে অধিনায়কের কাঁধে ভর করে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারতের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ জেতালেন ভারতকে। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে সহজেই জয় পেল ভারত।

প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান হরমনপ্রীত। শুরুতেই আয়েশা জাফর ও ওমাইমা সোহেলের উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক জাভেরিয়া খানও ১৭ রানের মাথায় রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপর খেলার হাল ধরেন বিসমাহ মাহরুফ ও নিদা দার। ধীরে ধীরে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তাঁরা। উইকেট না পড়লেও দীপ্তি শর্মা, পুনম যাদবদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে বড় শট মারতে পারছিলেন না তাঁরা। দুজনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মাহরুফ ৫৩ ও নিদা দার ৫২ করে আউট হন। তারপর আর কেউ সেরকম রান পায়নি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে পাকিস্তান। ভারতের হয়ে হেমলতা ও পুনম যাদব ২ টি করে উইকেট নেন।

আরও পড়ুন ধাওয়ান ধামাকায় ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় ভারতের

ব্যাটিং করার সময় বারবার পিচের উপর দিয়ে দৌড়ানোর জন্য দুটি পেনাল্টি পায় পাকিস্তান। ফলে প্রথমেই ১০ রান যোগ করে দেওয়া হয় ভারতের ইনিংসে। আগের দিন না নামলেও এ দিন স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেনিং জুটিতে ফিরে আসেন মিতালি রাজ। দুজনেই সাবলীল ব্যাটিং করছিলেন। ৭৩ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। ব্যক্তিগত ২৬ রানের মাথায় আউট হয়ে যান স্মৃতি। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান জেমাইমা রদরিগেজও মাত্র ১৬ করে আউট হন।

কিন্তু অন্যদিকে নিজের খেলা চালিয়ে যান মিতালি। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪২ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিতালি। ৫৬ রানের মাথায় আউট হয়ে যান তিনি। ততক্ষণে ম্যাচ ভারতের হাতের মুঠোয়। ভারতকে জয়ের সীমানা পার করান হরমনপ্রীত। ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত।

এই জয়ের ফলে পরপর দুই ম্যাচে জয় পেলেন হরমনপ্রীতরা। সেইসঙ্গে দুরন্ত শুরু হলো ভারতের বিশ্বকাপ অভিযান। ভারতের মেয়েরা যেভাবে ব্যাটিং, বোলিং সব বিভাগেই বিপক্ষকে মাত দিচ্ছেন তাতে আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like