
বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক ভারতের মেয়েদের, রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপশীর্ষে হরমনপ্রীতরা
গ্রুপের আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে ভারতের। শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচ জিতলেই গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে ভারত। কিন্তু নকআউটের আগেই স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীতের ফর্মে ফেরা খুবই জরুরি। নইলে সেমিফাইনালে বা ফাইনালে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের।
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি ২০ বিশ্বকাপে ভারতের মেয়েদের জয়ের ধারা অব্যাহত। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর বাংলাদেশ আর এবার নিউজিল্যান্ড। তিন ম্যাচেই প্রথমে ব্যাট করে সেই রান ডিফেন্ড করলেন ভারতের বোলাররা। ব্যাট হাতে তিন ম্যাচেই ভারতের রান খুব ভাল না হলেও বোলাররা ভরসা দিচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শিখরে ভারতের মেয়েরা।
এদিনও টসে হারেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তিনটি ম্যাচেই জ্বলে উঠলেন ভারতের তরুণ ওপেনার শেফালি বর্মা। এদিনও তাঁর ব্যাট থেকে ঝকঝকে ৪৬ রানের একটা ইনিংস দেখা গেল। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের দুই প্রধান স্তম্ভ স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ম্যাচেও রান পেলেন না। তাঁদের ফর্ম অবশ্যই ভাবাচ্ছে কোচ ডবলু ভি রমনকে। তানিয়া ভাটিয়ার ২৩ ও শেষদিকে রাধা যাদবের ১৪ রানের দৌলতে ৮ উইকেটে ১৩৩ রানে শেষ হয় ভারতের মেয়েদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের মেয়েদেরও। পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। প্রধান ব্যাটসম্যান সুজি বেটসও রান পাননি। ম্যাডি গ্রিন ও কেটি মার্টিন পার্টনারশিপ গড়লেও রানের গতি খুব কম ছিল। ভারতের স্পিনারদের সামনে বড় শট মারতে অসুবিধা হচ্ছিল। কিন্তু শেষদিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন অ্যামেলিয়া কার। ১৯ বলে ৩৪ করেন তিনি। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৬ রান। কিন্তু মাত্র ১১ রানই করতে পারে নিউজিল্যান্ড। ৪ রানে ম্যাচ জিতে যায় ভারত।
গ্রুপের আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে ভারতের। শ্রীলঙ্কার সঙ্গে সেই ম্যাচ জিতলেই গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে ভারত। কিন্তু নকআউটের আগেই স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীতের ফর্মে ফেরা খুবই জরুরি। নইলে সেমিফাইনালে বা ফাইনালে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের।