Latest News

দু’সপ্তাহে ৩ সোনা, স্বপ্নের দৌড় জারি হিমার

দ্য ওয়াল ব্যুরো : স্বপ্নের দৌড় জারি রয়েছে অসমের সোনার মেয়ে হিমা দাসের। দু, সপ্তাহের মধ্যে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি। শনিবার চেক রিপাব্লিকের ক্লাডনোতে সোনা জেতার সঙ্গেই হ্যাটট্রিক করেন ঢিং এক্সপ্রেস।

শনিবার চেক রিপাব্লিকে ক্লাডনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট-এ ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন হিমা। এই দৌড় শেষ করতে তিনি ২৩.৪৩ সেকেন্ড সময় নেন। এর আগে ২ জুলাই পোল্যান্ডের পোজনান-এ অ্যাথলেটক্স গ্রাঁ প্রি-তে ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। সেই দৌড় শেষ করতে ২৩.৬৫ সেকেন্ড নিয়েছিলেন হিমা। তারপর ৭ জুলাই পোল্যান্ডেই কুন্টো অ্যাথলেটিক্স মিট-এ ২০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড জগতের এই নতুন তারকা। সেই দৌড় তিনি শেষ করেন ২৩.৫৩ সেকেন্ডে। দ্বিতীয় স্থানেও অবশ্য ছিলেন আরেক ভারতীয়। ২৪.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো পান কেরলের স্প্রিন্টার ভিকে ভিসমায়া। অর্থাৎ প্রতিটা দৌড়ের সঙ্গে সময় কমছে হিমার। এটা ভালো ইঙ্গিত এই ভারতীয় স্প্রিন্টারের জন্য। 

গত বছর ট্র্যাক অ্যান্ড ফিল্ডের জগতে বিদ্যুতের গতিতে প্রবেশ করেছিলেন হিমা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২৩.১০ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে সোনা পেয়েছিলেন তিনি। ওই এক দৌড়েই আসমুদ্র হিমাচল ফ্যান হয়ে গিয়েছিল অসমের এক ছোট্ট গ্রামের চাষার বেটির। এখনও ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নের খেতাব তাঁরই দখলে। ৪০০ মিটার দৌড়েও ন্যাশনাল রেকর্ডধারী তিনি।

তবে গত বছরের ওই দৌড়ের পরেই পিঠে সমস্যা দেখা দেয় হিমার। ফলে বেশ কিছুটা সময় রিহ্যাবে কাটাতে হয় তাঁকে। চোট সারিয়ে ফের গত মাসেই ট্র্যাকে নেমেছিলেন তিনি। আর তারপরেই দু’সপ্তাহের মধ্যে সোনা জেতার হ্যাটট্রিক করে ফেললেন তিনি।

You might also like