
সেই ইংল্যান্ডের কাছে হেরেই শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপের স্বপ্ন
দ্য ওয়াল ব্যুরো: হলো না স্বপ্নপূরণ। আবার সেই তীরে এসে তরী ডুবল। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বদলার ম্যাচে সেই ইংল্যান্ডের কাছে হেরেই এ বারেও বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে গেল হরমনপ্রীত কৌরদের।
মিতালি রাজের না থাকাটাই পার্থক্য গড়ে দিল। গ্রুপের শেষ ম্যাচেও ছিলেন না মিতালি। কিন্তু সেটা মরণবাঁচণ ম্যাচ ছিল না। ভারতের মহিলা দল ততক্ষণে পৌঁছে গেছিল বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু সেমিফাইনালে মিতালির মতো খেলোয়াড়কে না খেলানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে দেখা দিল। ব্যাটিংয়ে একটা দিক যেভাবে ধরে রাখছিলেন মিতালি, সেটাই এ দিন দেখা গেল না। সেরকম কোনও পার্টনারশিপ গড়ে উঠল না।
আরও পড়ুন ছাত্রীর সামনে হস্তমৈথুন! কর্তৃপক্ষের ইঙ্গিত পোশাকের দিকে, প্রতিবাদে ফেটে পড়ল বিশ্ববিদ্যালয়
প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য ভালোই খেলছিলেন স্মৃতি মান্ধানা ও তানিয়া ভাটিয়া। বিশেষ করে স্মৃতি বেশ দ্রুত রান তুলছিলেন। কিন্তু ৩৪ রানের মাথায় আউট হয়ে যান মান্ধানা। তারপর জেমাইমা রদ্রিগেজ ২৬ ও অধিনায়ক হরমনপ্রীত কৌর ১৬ রান করেন। কিন্তু ইংল্যান্ডের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে কোনও ভারতীয় ব্যাটারই মাথা তুলে দাঁড়াতে পারছিলেন না। রদ্রিগেজ ও হরমনপ্রীত আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে যায় ভারতীয় ব্যাটিং। বাকিদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
১৯.৩ ওভারে ১১২ রানেই অলআউট হয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হেদার নাইট ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও এক্লেস্টোন ও গর্ডন ২ টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ড্যানিয়েল ওয়াট ও বিউমন্ট আউট হয়ে যান। তারপর খেলা ধরেন উইকেট কিপার অ্যালেন জোনস ও ন্যাটালে শিভার। তাঁদের জুটিকে আর কেউ ভাঙতে পারেননি। লক্ষ্য কম থাকায় কোনও তাড়াহুড়ো দেখা যায়নি তাঁদের ব্যাটিংয়ে। অবশেষে ১৭.১ ওভারে ২ উইকেটে হারিয়েই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। জোনস ৫৩ ও শিভার ৫২ করে অপরাজিত থাকেন। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।
এ দিন যেন ঠিক বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হলো। বিশ্বকাপের ফাইনালে এই ইংল্যান্ডের কাছেই হারতে হয়েছিল মিতালি রাজের ভারতকে। এ দিন মিতালিহীন ভারতকেও হারতে হলো সেই ইংল্যান্ডের কাছেই। অধরাই থেকে গেল ভারতের বিশ্বকাপের স্বপ্ন। গ্রুপ লিগের সব ম্যাচ জিতে আশা জাগিয়েও পারলেন না হরমনপ্রীতরা।