শেষ আপডেট: 21st September 2018 07:45
দ্য ওয়াল ব্যুরো: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ভারতের কাছে খড়কুটোর মতো উড়ে গেছে পাকিস্তান। উপমহাদেশের একটা মেগা লড়াই শেষ হওয়ার পরে, আজ, শুক্রবার দ্বিতীয়টা হতে চলেছে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লড়াই ভারত বনাম বাংলাদেশ। কিন্তু উপমহাদেশে নতুন রেষারেষির লড়াই শুরু হওয়ার আগেই আফগানিস্তানের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বাংলাদেশ। এই ম্যাচ শুধুমাত্র বাংলাদেশের মনোবলই নয়, শরীরের উপরেও প্রভাব ফেলবে। কারণ বৃহস্পতিবার ম্যাচ খেলে আবু ধাবি থেকে দেড় ঘণ্টার বিমান যাত্রা শেষে দুবাইয়ে ফিরেই ভারতের বিরুদ্ধে নেমে পড়তে হবে শাকিব আল হাসানদের। যা তাঁদের কাজটা আরও কঠিন করে দেবে। কৌলিন্যে ভারত-পাক দ্বৈরথের থেকে পিছিয়ে থাকলেও গত তিন-চার বছরে উত্তেজনার পারদ এই ম্যাচকে ঘিরেও চড়েছে। বিশেষ করে ম্যাচের গনগনে মেজাজ বেশি করে ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে, দু’দেশের ক্রিকেট-ভক্তদের মধ্যে।