
রাজকোট জয় কোহলিদের, সিরিজে সমতা ভারতের
এদিনও টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ। রাজকোটে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখানো শুরু করেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। আগের দিন রোহিত রান পাননি। কিন্তু এদিন ভাল খেলছিলেন। নিজের আগের দিনের ফর্ম বয়ে নিয়ে যাচ্ছিলেন ধাওয়ান। ছয়ের বেশি রেটে রান আসছিল। কামিংস, স্টার্ক, রিচার্ডসনের পেস ত্রয়ী সেরকম প্রভাব ফেলতে পারছিলেন না।
ভারতকে প্রথম ধাক্কা দেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ৪২ রানের মাথায় রোহিতকে এলবিডবলু আউট করেন তিনি। এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। আর নিজের পছন্দের জায়গায় নামতেই খেলা বদলে গেল বিরাটের। ধাওয়ানের সঙ্গে পার্টনারশিপ গড়লেন তিনি। দু’জনে মিলে সহজেই ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দেখে মনে হচ্ছিল অনেক দিন পরে সেঞ্চুরি পেতে চলেছেন ধাওয়ান। কিন্তু মাত্র চার রান আগে ৯৬ রানের মাথায় কেন রিচার্ডসনের বলে আউট হন তিনি।
চার নম্বরে নামা শ্রেয়স আইয়ার এদিন রান পাননি। মাত্র সাত রান করে জাম্পার গুগলিতে বোল্ড হন তিনি। তারপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন লোকেশ রাহুল। কোহলি নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ৭৮ রানের মাথায় সেই জাম্পার বলেই স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট। কিন্তু অন্যদিকে নিজের ফর্ম জারি রেখেছিলেন রাহুল। ৪০ ওভারের পর থেকে রানের গতি বাড়ালেন তিনি।
মনীশ পাণ্ডে তাড়াতাড়ি আউট হলেও রাহুলের সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। অজি বোলিংয়ের সঙ্গে ছেলেখেলা করছিলেন রাহুল। শেষ ওভারে ৫২ বলে ৮০ করে রানআউট হন রাহুল। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানে শেষ হয় ভারতের ইনিংস। জাদেজা ২০ ও শামি ১ করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। শামির বলে দুরন্ত ক্যাচ ধরে তাঁকে ফেরত পাঠান মনীশ পাণ্ডে। তারপর অধিনায়কের সঙ্গে পার্টনারশিপ গড়েন স্মিথ। ৩৩ রান করে জাদেজার বলে স্টাম্প হন ফিঞ্চ।
নিজের প্রথম ওয়ান ডে ইনিংস খেলতে নেমে নিজের জাত চেনালেন লাবুশানে। স্মিথের সঙ্গে দারুন খেলছিলেন তিনি। একটা সময়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু ৪৬ রানের মাথায় লাবুশানেকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান সেই জাদেজা।
অ্যালেক্স ক্যারি রান পাননি। কিন্তু স্মিথ নিজের খেলা খেলছিলেন। সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে ৯৮ রানের মাথায় তাঁকে আউট করে খেলা ভারতের দিকে ঘুরিয়ে দেন কুলদীপ যাদব।
পরপর বলে টার্নার ও প্যাট কামিংসকে আউট করেন শামি। অ্যাগার ও স্টার্কের উইকেট নেন সাইনি। শেষদিকে শামির এক ওভারে ১৯ রান নেন রিচার্ডসন। কিন্তু সেটা কাজে আসেনি। শেষ ওভারের প্রথম বলে জাম্পাকে আউট করে খেলা জিতিয়ে দেন বুমরাহ। ৩০৪ রানে অলআউট হয় যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে শামি ৩, কুলদীপ, জাদেজা ও সাইনি ২টি করে ও বুমরাহ ১ উইকেট নেন।
এদিনের জয়ের ফলে সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে আছে। শেষ ম্যাচ খেলতে রবিবার বেঙ্গালুরুতে নামবে দুই দল। এখন দেখার সেখানে জিতে সিরিজ নিজেদের পকেটে পুড়তে পারেন কিনা কোহলিরা।