Latest News

বিতর্কের মাঝেই নতুন পালক হরমনপ্রীতের মুকুটে

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে তিনি। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মিতালি রাজকে বাদ দিয়েছিলেন। এই সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে ফিরে আসে। ম্যাচ হারে ভারত। সমালোচনা শুরু হয় হরমনপ্রীত কৌরের এই সিদ্ধান্ত নিয়ে। আর সে সবের মাঝেই নতুন পালক যোগ হলো হরমনপ্রীতের মুকুটে।

বিশ্বকাপ না জিতলেও পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপের সেরা দলে জায়গা করে নিলেন হরমনপ্রীত। আর শুধু জায়গা করে নেওয়াই নয়, একেবারে অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিগ ল্যানিং, দক্ষিণ আফ্রিকার ভ্যান নিকরেকদের হারিয়ে নেতৃত্বের ব্যাটন হরমনপ্রীতের হাতেই তুলে দিয়েছে আইসিসি।

আরও পড়ুন ভেঙে পড়ছে ‘গ্রেট ওয়াল অফ চায়না’! কীভাবে বাঁচানো যাবে এই প্রাচীরকে

হরমনপ্রীত ছাড়াও টুর্নামেন্টের সেরা দলে জায়গা পেয়েছেন আরও দুই ভারতীয়৷ ১৭৮ রান করা স্মৃতি মান্ধানাকে ওপেনারের ভূমিকায় রেখেছে আইসিসি৷ ৮টি উইকেট নেওয়া পুনম যাদব বিশেষজ্ঞ স্পিনার হিসাবে দলে নাম লিখিয়েছেন৷ ভারতকে দুরন্ত নেতৃত্ব দেওয়া ছাড়াও হরমনপ্রীত ১৮৩ রান করেছেন টুর্নামেন্টে৷

এই তিন ভারতীয় ক্রিকেটার ছাড়াও এগারো জনের দলে তিনজন ব্রিটিশ ক্রিকেটার৷ এছাড়া দু’জন অজি এবং একজন করে ক্যারিবিয়ান, কিউয়ি ও পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন দলে৷ বাংলাদেশের জাহানারা আলম ৬টি উইকেট নিয়ে বিশ্বকাপের দলের দ্বাদশ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন৷

২২৫ রান করা অজি ক্রিকেটার অ্যালিসা হিলি জায়গা পেয়েছেন স্মৃতি মান্ধানার ওপেনিং পার্টনার হিসেবে৷ ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের উইকেকিপার অ্যামি জোনস, যিনি ১০৫ রান করার পাশাপাশি ৫টি শিকার ধরেছেন৷ দলে দু’জন অলরাউন্ডারও রয়েছেন৷ ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন ১২১ রান করার পাশাপাশি ১০টি উইকেট নিয়েছেন৷ অস্ট্রেলিয়ার এলিস পেরি ৬০ রান করা ছাড়াও ৯টি উইকেট নিয়েছেন৷

দলের বাকিরা হলেন পাকিস্তানের অধিনায়ক জাভেরিয়া খান (১৩৬ রান), ইংল্যান্ডের লেই ক্যাসপারেক (৮টি উইকেট), অস্ট্রেলিয়ার অ্যানা শ্রুবসোল (৭টি উইকেট) ও ইংল্যান্ডের ক্রিশ্চি গর্ডন (৮টি উইকেট)৷

আইসিসি’র ঘোষিত দল:

১. স্মৃতি মান্ধানা ( ভারত )

২. অ্যালিসা হিলি ( অস্ট্রেলিয়া )

৩. অ্যামি জোনস ( উইকেট কিপার/ ইংল্যান্ড )

৪. হরমনপ্রীত কৌর ( অধিনায়ক/ ভারত )

৫. জাভেরিয়া খান ( পাকিস্তান )

৬. দিয়েন্দ্রা ডটিন ( ওয়েস্ট ইন্ডিজ )

৭. এলিস পেরি ( অস্ট্রেলিয়া )

৮.  লেই ক্যাসপারেক ( ইংল্যান্ড )

৯. অ্যানা শ্রুবসোল ( অস্ট্রেলিয়া )

১০. ক্রিশ্চি গর্ডন ( ইংল্যান্ড )

১১. পুনম যাদব ( ভারত )

১২. জাহানারা আলম ( দ্বাদশ ক্রিকেটার/ বাংলাদেশ )

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like