
শট মারলেন মান্ধানা, ক্যাচ ধরলেন হরমনপ্রীত, ভিডিও ভাইরাল
দ্য ওয়াল ব্যুরো: ব্যাট করছেন স্মৃতি মান্ধানা। বলকে মিড অনের উপর দিয়ে তুলে মারার চেষ্টা করলেন তিনি। কিন্তু মিড অনে দাঁড়িয়ে থাকা হরমনপ্রীত কৌর লাফিয়ে উঠে তালুবন্দি করলেন সেই বল। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন মান্ধানা। অধিনায়কের হাতে আউট হয়ে ফিরে গেলেন সহ-অধিনায়ক। কিন্তু কীভাবে?
খেলাটা হচ্ছিল মেয়েদের বিগ ব্যাশ লিগের। অজি টি ২০ এই টুর্নামেন্টে সিডনি থান্ডার্সের হয়ে খেলছেন হরমনপ্রীত। অন্যদিকে হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলছেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২১ বলে ২৯ করে তখন খেলছিলেন মান্ধানা। দুটি চার ও একটি ছয় মেরেছিলেন তিনি।
আরও পড়ুন সবার জন্য ন্যূনতম আয়, ১৯ শের ভোটের আগে খয়রাতির প্রকল্প মোদীর?
ঠিক তখনই ঘটে এই ঘটনা। মান্ধানার বল দারুণ ঝাঁপিয়ে সেই বল ধরে নেন। ক্যাচ ধরার পর অবশ্য বেশি আনন্দ প্রকাশ করতে দেখা যায়নি হরমনপ্রীতকে। মান্ধানা আউট হওয়ার পর বেশি রান করতে পারেনি তাঁর দল হোবার্ট হ্যারিকেনস। সহজেই সেই রান তুলে নেয় সিডনি। যদিও ব্যাট হাতে ১৩ রানের বেশি করতে পারেননি হরমনপ্রীত। তারপরেও ৬ উইকেটে ম্যাচ জেতে সিডনি।
Harmanpreet leaps aannnddd…GONE! ? A ripping catch to send off her countrywoman Smriti Mandhana!@CommBank | #WBBL04 pic.twitter.com/fsHX6OZyNQ
— Rebel Women's Big Bash League (@WBBL) December 21, 2018
এই মুহূর্তে বিগ ব্যাশে মাত্র দুজন ভারতীয় মহিলা ক্রিকেটার খেলছেন। অধিনায়ক ও সহ-অধিনায়ক। শুধু খেলা নয়, রীতিমতো দাপিয়ে খেলছেন দুই ক্রিকেটার। যদিও লিগের লড়াইয়ে অনেকটা এগিয়ে হরমনপ্রীত। তাঁর দল পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে স্মৃতির দল হোবার্ট হ্যারিকেনস সাত ম্যাচে একটা জয় নিয়ে লিগের তালিকায় একদম শেষে রয়েছে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন