Latest News

ইস্টবেঙ্গলের শতবর্ষ: ১৮ অগস্ট চাঁদের হাট বসতে চলেছে বেহালায়

দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের তরফে তো অনুষ্ঠান হচ্ছেই। জায়গায় জায়গায় মিছিলও করছেন সমর্থকরা। এ বার লাল-হলুদ সমর্থকদের উদ্যোগে চাঁদের হাট বসতে চলেছে বেহালায়।

মঞ্চের নাম দেওয়া হয়েছে ‘আমাদের শতবর্ষ।’ লাল-হলুদ সমর্থকদের এই মঞ্চের উদ্যোগেই আগামী ১৮ অগস্ট বেহালা শরৎসদনে হবে অনুষ্ঠান। উদ্যোক্তারা জানিয়েছেন, অতীতের ২৫ জন অধিনায়ককে সম্বর্ধনা জানানো হবে ওই দিন। তাঁরা বলবেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলার অভিজ্ঞতার কথা। চেষ্টা চলছে পিকে বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করার। অনুঠানে উপস্থিত থাকার কথা আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের অধিনায়ক সুলে মুসার। ঘানা থেকে ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন মুসা।

ভাস্কর গঙ্গোপাধ্যায়, তরুণ দে, চন্দন দাস, অনিত ঘোষ, সুমিত দে থেকে আলভিটো ডকুনহা— একাধিক প্রাক্তনী ভিডিয়ো বার্তায় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের শুরু হবে ১৮ তারিখ। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হবে আগামী এক বছর।

You might also like