
ধোনিকে দুষলেন গম্ভীর, মাহির জন্যই নাকি হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বিজেপি সাংসদ গম্ভীর বলেন, “আমাকে অনেকবার এই প্রশ্ন করা হয়েছে যে ৯৭ রানে কী হয়েছিল। আমি সবাইকে বলছি তার আগে আমি একবারও নিজের রানের কথা চিন্তা করিনি। আমি সবসময় শ্রীলঙ্কার রান দেখছিলাম। কী ভাবে সেই রানে পৌঁছন যায় সেই চেষ্টা করছিলাম।” ধোনিই নাকি প্রথম তাঁর মাথায় সেঞ্চুরির চিন্তা ঢোকান বলে জানিয়েছেন গোতি। তিনি বলেন, “আমার মনে আছে একটা ওভার শেষ হওয়ার পর ধোনি আমাকে বলল আর তিন রান করলেই আমার সেঞ্চুরি হয়ে যাবে। তারপরেই আমার ফোকাস নড়ে যায়।”
এর কারণও অবশ্য বলেছেন দিল্লির সাংসদ। গম্ভীরের কথায়, “যখনই আপনার মাথায় ব্যক্তিগত কোনও কৃতিত্বের কথা ঢুকে যায় তখনই আপনি তাড়াহুড়ো করে ফেলেন। তার আগে পর্যন্ত আমার লক্ষ্য ছিল শ্রীলঙ্কার রান তাড়া করা। যদি সেটাই মাথায় থাকত তাহলে হয়তো আমার সেঞ্চুরিও হয়ে যেত।” ভারতের এই প্রাক্তন ওপেনার আরও বলেন, “৯৭ রান পর্যন্ত আমি বর্তমানে ছিলাম। কিন্তু যখনই আমি সেঞ্চুরির কথা ভাবতে শুরু করলাম আমার মনে একটা অন্য চিন্তা চলে এল। সেঞ্চুরি করার তাড়াহুড়োতে থিসারা পেরেরাকে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলাম।” তাই নতুন প্রজন্মের ক্রিকেটারদের কখনও ফোকাস না হারানোর পরামর্শ দিয়েছেন গম্ভীর। তাঁর বক্তব্য, দলের জন্য খেলা উচিত। নিজের মাইলস্টোন আপনা-আপনিই হয়ে যাবে।