শেষ আপডেট: 20th June 2020 12:47
করোনা আক্রান্ত প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি মোর্তাজা, কোয়ারেন্টাইনে পরিবারের সদস্যরা
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের হানা এবার বাংলাদেশের ক্রিকেট মহলে। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। সেইসঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহে শরীর খারাপ হয় মোর্তাজার। জ্বর ছিল তাঁর। নমুনা পরীক্ষা করে দেখা হয় তাঁর। কয়েক দিন আগেই তার রিপোর্ট দেওয়া হয়। তাতে জানা যায় করোনা পজিটিভ তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কী ভাবে মোর্তাজার শরীরে সংক্রমণ ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটার ছাড়াও নরাইল লোকসভা কেন্দ্রের সাংসদ বাংলাদেশের এই অলরাউন্ডার। সংক্রমণের মধ্যে তিনি নিজের এলাকায় বেশ কয়েক বার ত্রাণের কাজে গিয়েছিলেন। সেখান থেকে তাঁর সংক্রমণ ছড়াতে পারে বলে ধারণা। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনা নিচ্ছে সরকার। জুলাই মাসে শ্রীলঙ্কার সঙ্গে তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তারপর অগস্ট মাসে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ছিল। কিন্তু এই মুহূর্তে করোনার জন্য সেসব হওয়ার কোনও সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু তাও এখন অনিশ্চিত। এই মাসেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে শ্রীলঙ্কার তরফে জানানো হয়েছে, সবাই চাইলে তারা এশিয়া কাপ হোস্ট করতে তৈরি। শ্রীলঙ্কান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাদের বলা হয়েছে, শ্রীলঙ্কায় টুর্নামেন্ট হলে তাদের কোনও সমস্যা নেই। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। কারণ আইসিসি কোনও সবুজ সংকেত দিলে তারপরেই সিদ্ধান্ত নিতে পারবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।