
Breaking: মহামেডানকে হারিয়ে দার্জিলিং গোল্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
৯০ মিনিট গোল শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৩-১ গোলে সাদা-কালো ব্রিগেডকে হারায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে তিনটি গোল করেন হীরা মন্ডল, বিকাশ এবং শ্রীকুমার। লাল-হলুদ তেকাঠির নীচে এ দিন অসাধারণ ফুটবল খেলেন মিরশাদ।
ইস্টবেঙ্গলকে যখন এই টুর্নামেন্টের উদ্যোক্তারা খেলতে আমন্ত্রণ জানিয়েছিল, তখনই রাজি হয়ে গিয়েছিলেন কর্তারা। রিজার্ভ টিমকে খেলিয়ে দেখে নিতেই পাহাড় কোলের এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। চার সিনিয়র ফুটবলার মিরশাদ, হীরা মন্ডল, সুরাবুদ্দিন মল্লিক ও কৌশিক সরকার ছাড়া অনুর্ধ ১৮ দলের লাল-হলুদ খেলোয়াড়রাই এ দিন ফাইনালে খেলেন। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল কোনও বিদেশি খেলোয়াড় নামায়নি। কারণ সবাই আই লিগের টিমে। উলটো দিকে মহামেডান স্পোর্টিং-এ ছিলেন তিন তিনজন বিদেশি। শেষ পর্যন্ত শেষ হাসি হাসল লাল-হলুদই।