শেষ আপডেট: 14th December 2018 10:08
ফের বিতর্কে দিয়েগো, এ বার মারাদোনাকে বাড়িছাড়া করলেন বাগদত্তা
দ্য ওয়াল ব্যুরো: তাঁর মতো বর্ণময় চরিত্র ফুটবল দুনিয়ায় কেউ নেই বললেই চলে। অবসর নেওয়ার ২৮ বছর পরেও খবরের শিরোনামে তিনি। বয়সের ভারে শরীর ভেঙেছে। কিন্তু মেজাজ বদলায়নি। কাজের সম্পর্কই হোক আর ব্যক্তিগত সম্পর্ক, সব ক্ষেত্রেই একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। এ বার বাগদত্তার সঙ্গে সম্পর্কে ফাটল ধরল তাঁর। নিজের থেকে ৩০ বছরের ছোট রোসিও অলিভা'র সঙ্গে বেশ কিছু সময় ধরে সম্পর্ক রয়েছে দিয়েগোর। সব জায়গায় দুজনকে দেখা যেত। খেলার মাঠ হোক, কিংবা পাব সব জায়গায় অন্তরঙ্গভাবে সময় কাটাতে দেখা গেছে মারাদোনা ও অলিভাকে। এমনকী রাশিয়া বিশ্বকাপের স্টেডিয়ামেও দুজনকে দেখা গেছিল আর্জেন্টিনার খেলা চলাকালীন। দুজনে নাকি বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন ‘তিনিই অন্যকে চোর বলেন যাঁর চৌকিদারের ভয় আছে’, রাফায়েল-স্বস্তির পর অমিতের পালটা রাহুলকে
কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ধরেছে ফাটল। মার্কিন মিডিয়ার খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই নাকি সমস্যা চলছে দিয়েগো ও অলিভার। কয়েক মাস আগে ভালোবাসার প্রতীক রূপে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে একটি বিলাসবহুল ভিলা উপহার দিয়েছিলেন মারাদোনা। সেই বাড়ি থেকে নাকি খোদ মারাদোনাকেই বের করে দিয়েছেন রোসিও। এমনকী শোনা যাচ্ছে, মারাদোনার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তিনি।