
কার্স্টেনকে টপকে হরমনপ্রীতদের কোচ রমন, ‘নির্বাচন বেআইনি’ ক্ষোভ ডায়না এডুলজির
দ্য ওয়াল ব্যুরো: আগের দিন পর্যন্ত পাল্লা ভারী ছিল বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনের দিকে। কিন্তু শেষ ল্যাপে এসে বাজিমাৎ করেন ডব্লু ভি রমন। বৃহস্পতিবার বোর্ড নিযুক্ত অ্যাড-হক প্যানেল ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে বেছে নেন প্রাক্তন এই ওপেনারকে। আর এই নির্বাচন নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কপিল দেব, অংশুমান গায়কোয়াড় এবং শান্তা রঙ্গস্বামীর কমিটি নতুন কোচ হিসেবে রমনকেই বেছে নেন। কিন্তু প্রশ্ন উঠছে, ২০১১ ধোনিদের বিশ্বকাপ এনে দেওয়া গ্যারি কার্স্টেন প্রথম পছন্দ হলেও রমনকে বেছে নেওয়া হল কেন?
আরও পড়ুন এদেশে থাকতে ভয় পাচ্ছি, যদি কাল আমার সন্তানদেরও ঘিরে ধরে উত্তেজিত জনতা: নাসিরুদ্দিন শাহ
বোর্ড সূত্রে খবর, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচের পদ সহজে ছাড়তে চাননি গ্যারি। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং পরামর্শদাতা রমনকেই কোচ হিসেবে নিযুক্ত করছে অ্যাড-হক কমিটি। এই নির্বাচনের পর সম্পূর্ণ পদ্ধতিটি বেআইনি ও অসাংবিধানিক বলে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসনিক কমিটির সদস্য ডায়না এডুলজি।
সিওএ সদস্যা ডায়না এডুলজিও জানান, ‘ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার জন্য বিনোদ রাইকে চিঠি দেওয়া হলেও তিনি তাতে কর্ণপাত করেননি।’ তাঁকে সমর্থন করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরিও। ১৭ জানুয়ারি কোচ নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানির আগে নতুন কোচ নিয়োগের এই ঘটনায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের কড়া সমালোচনা করেছেন অনিরুদ্ধ চৌধুরী। সিওএ চেয়ারম্যান বিনোদ রাইকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের শুনানির আগে মহিলা দলের কোচ নিয়োগ করা একেবারেই যুক্তিযুক্ত নয়।’
জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে ২৮টি দরখাস্ত জমা পড়েছিল। মুম্বইয়ে ইন্টারভিউয়ের মাধ্যমে অ্যাড-হক কমিটি প্রাথমিকভাবে বেছে নেয় আটজনকে। রমন, গ্যারি কার্স্টেন ছাড়াও সেই তালিকায় ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ, মনোজ প্রভাকর, হার্শেল গিবস, ব্র্যাড হগের মতো প্রাক্তন তারকা ক্রিকেটার।
বোর্ডের এক কর্তার বক্তব্য, যদি আইপিএল ফ্র্যাঞ্চাইজির চাকরি ছাড়তে রাজিই না থাকেন গ্যারি কার্স্টেন, তাহলে তিনি কেন কোচের জন্য আবেদন করবেন। এখানেই খটকা। এখন দেখার অ্যাড-হক কমিটির তরফে কোনও সদুত্তর আসে কিনা।