
প্রো-বক্সিংয়ে অপ্রতিরোধ্য বীজেন্দ্র, মার্কিন বক্সারকে হারিয়ে টানা ১১ জয়
দ্য ওয়াল ব্যুরো : প্রো বক্সিংয়ে নাম লেখানোর পর থেকে অপ্রতিরোধ্য বীজেন্দ্র সিং। ভারতীয় সময় শনিবার গভীর রাতে আমেরিকায় নিজের প্রথম প্রতিযোগিতায় মার্কিন বক্সার মাইক স্নিডারকে হারালেন ৩৩ বছরের হরিয়ানার এই বক্সার। তাও আবার নকআউটে। এই জয়ের সঙ্গেএ প্রফেশনাল বক্সিংয়ে পরপর ১১ ম্যাচ জিতলেন বীজেন্দ্র।
বেশ কিছুদিন পর ফের রিংয়ে নামলেন বীজেন্দ্র। মার্কিন বক্সার মাইক স্নিডারের বিরুদ্ধে প্রথম রাউন্ড থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন তিনি। এক হাতে মাইকের পাঞ্চ বাঁচানো ও অন্য হাতে আক্রমণ, এই পরিকল্পনায় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেন তিনি। বীজেন্দ্রর গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না মাইক। চতুর্থ রাউন্ড শুরু হতেই ঝড় তোলেন ভারতীয় বক্সার,। মাইককে এক কোণায় টেনে নিয়ে গিয়ে পাঞ্চের ফুলঝুরি ছোটান তিনি। ফলে রেফারি বাধ্য হয়ে খেলা শেষ ঘোষণা করতে বাধ্য হন। নকআউট নিয়মে বীজেন্দ্রকে জয়ী ঘোষণা করা হয়। তাঁর প্রো বক্সিংয়ে এটা সাত নম্বর নকআউট জয়।
নিজের প্রতিযোগিতা শেষে দেশবাসীর উদ্দেশে টুইট করেন বীজেন্দ্র। লেখেন, “এই জয়ের জন্য দেশের মানুষকে ধন্যবাদ। তাঁরা যে সবসময় আমার পাশে থেকেছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। আমেরিকায় প্রথম লড়াই জিততে পেরে আমি খুশি।” অবশ্য নিজের পারফরম্যান্সে আরও উন্নতি চান এই ভারতীয় বক্সার। তিনি বলেন, “আমি ভেবেছিলাম প্রথম দুই রাউন্ডের ভিতরেই নিজের ছন্দে ফিরবো। কিন্তু সেটা করতে চার রাউন্ড লাগলো।”
বীজেন্দ্রর কাছে হারের পর ৩৮ বছর বয়সী আমেরিকার বক্সার মাইক বলেন, “বীজেন্দ্র খুবই ভালো বক্সার। আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম। সেটা আমার ভুল ছিল। কিন্তু এত তাড়াতাড়ি আমি হেরে যাবো সেটা ভাবিনি। সত্যিই ও খুব ভালো খেলেছে।”
এ বছর আরও দু’বার রিংয়ে নামার কথা বীজেন্দ্রর। তারপর হল অফ ফেমার বব অ্যারুমের ‘টপ র্যাঙ্ক’-এর প্রোমোশন করতে দেখা যাবে এই ভারতীয় বক্সারকে। এই ঘটনা নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত তিনি।