
পাঁচ মিনিটের জন্য লাল-হলুদ জার্সিটা পরতে চাই: বাইচুং
এই ঘরোয়া লিগেই পাঁচ মিনিটের জন্য একটি ম্যাচে নামতে চান বাইচুং। যদিও এ ব্যাপারে ক্লাবের তরফে সরকারি ভাবে তাঁকে কোনও কথা দিতে পারেননি কর্তারা। তাঁরা জানিয়েছেন, এ ব্যাপারে কোচ আলেজান্দ্র মেনেন্দেজের সঙ্গে কথা বলা হবে।
এ দিন সাংবাদিক সম্মেলনে নিজের জীবনের মোড় ঘুরে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহাড়ি বিছে। শোনান সিকিমে অনুষ্ঠিত এসবিআই-এর ক্যাম্প থেকে ভাস্কর গঙ্গোপাধ্যায়রা তাঁকে যে ভাবে খুঁজে এনেছিলেন সেই কাহিনী। এ বছর শতবর্ষের সেরা আবিষ্কার সম্মান দেওয়া হবে বাইচুংকে।
দীর্ঘদিন লাল-হলুদ জার্সিতে খেলেছেন বাইচুং। ৯৭-এর হাইভোল্টেজ ডায়মন্ড ম্যাচে তাঁর হ্যাটট্রিক কিংবা আশিয়ান কাপের ফাইনালে পড়ে যেতে যেতেও সামলে নিয়ে তাঁর ক্লিনিক্যাল ফিনিশ, আজও চোখে ভাসে সমর্থকদের। তাই তাঁরাও চাইছেন, বাইচুংকে গ্রিন সিগন্যাল দিন স্প্যানিশ কোচ।