
বিধ্বংসী শাহবাজ, বোলারদের দাপটে পাঞ্জাবকে হারিয়ে রঞ্জির শেষ আটে মনোজরা
গ্রুপ শীর্ষে মনোজ তিওয়ারিরা। সেইসঙ্গে তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে। স্বপ্ন দেখাচ্ছে এই বাংলা দল। বিশেষ করে বাংলার বোলাররা। তাঁদের হাতেই ফের একবার স্বপ্ন দেখছে বাংলার ক্রিকেট।
কোয়ার্টার ফাইনালে যেতে গেলে পাঞ্জাবের বিরুদ্ধে অন্তত ৩ পয়েন্ট দরকার ছিল বাংলার। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ৭৩। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। পাঞ্জাবের বিনয় চৌধরী ৬ উইকেট নেন। দেখে মনে হচ্ছিল প্রথম ইনিংসেই হয়তো ম্যাচ হেরে বসলেন মনোজরা।
কিন্তু বাংলাকে ম্যাচে ফেরান সেই শাহবাজ আহমেদ। বাংলার এই বাঁহাতি স্পিনার ছারখার করে দেন পাঞ্জাব ব্যাটিংকে। ১৫১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের প্রথম ইনিংস। শাহবাজ একাই ৭ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে কিছুটা ভাল ব্যাট করেন বাংলার ব্যাটসম্যানরা। যদিও ২০২ করেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। মনোজ তিওয়ারি ৬৫ করেন। দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের সামনে ১৯০ রানের টার্গেট দেয় বাংলা।
পাতিয়ালার ধ্রুব পাণ্ডে স্টেডিয়ামের পিচ দেখে মনে হচ্ছিল এই পিচে বেশিক্ষণ ব্যাট করা চাপ হবে পাঞ্জাবের পক্ষেও। আর তাই তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করে তারা। কিন্তু প্রথমেই ধাক্কা দেয় বাংলার বোলিং। একের পর এক উইকেট পড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১৪১ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। রমনদীপ সিং ৬৯ করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসেও শাহবাজ আহমেদ ৪ উইকেট নেন। ৪৮ রানে জয় পায় বাংলা।
এদিনের জয়ের ফলে ৮ ম্যাচে ৩২ পয়েন্ট হল বাংলার। গ্রুপ শীর্ষে মনোজ তিওয়ারিরা। সেইসঙ্গে তারা পৌঁছে গেল রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে। স্বপ্ন দেখাচ্ছে এই বাংলা দল। বিশেষ করে বাংলার বোলাররা। তাঁদের হাতেই ফের একবার স্বপ্ন দেখছে বাংলার ক্রিকেট।