Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

ধোনিকে ছেঁটে ফেলল বিসিসিআই! চুক্তিতালিকায় ২৭ ক্রিকেটারের মধ্যে নাম নেই মাহির

দ্য ওয়াল ব্যুরো: বিদায় আসন্ন মহেন্দ্র সিং ধোনির? বিসিসিআইয়ের নতুন চুক্তিতালিকা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের চুক্তিতালিকা থেকে বাদ গেল মাহির নাম। বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটার

ধোনিকে ছেঁটে ফেলল বিসিসিআই! চুক্তিতালিকায় ২৭ ক্রিকেটারের মধ্যে নাম নেই মাহির

শেষ আপডেট: 16 January 2020 03:18

দ্য ওয়াল ব্যুরো: বিদায় আসন্ন মহেন্দ্র সিং ধোনির? বিসিসিআইয়ের নতুন চুক্তিতালিকা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের চুক্তিতালিকা থেকে বাদ গেল মাহির নাম। বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেই তালিকায় ভারতের ওয়ান ডে ও টেস্ট দল মিলিয়ে ২৭ জন ক্রিকেটারের নাম রয়েছে। সদ্য আসা ময়ঙ্ক আগরওয়াল, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুরদের নাম থাকলেও নাম নেই ধোনির। অথচ গত চুক্তিতেই তিনি গ্রেড এ+ ক্যাটেগরি অর্থাৎ বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে ছিলেন। ধোনির এই নাম না থাকার পরেই শুরু হয়েছে জল্পনা। কেন তাঁর নাম নেই চুক্তিতে। যদি ধরেই নেওয়া যায়, ধোনি এরপরেও খেলবেন, তাহলে তো বোর্ডের তালিকায় তাঁর নাম থাকার কথা। যেখানে সদ্য আসা ক্রিকেটারদের নাম রয়েছে, সেখানে ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়কের নাম থাকবে না কেন? এই ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে বোর্ডের পরিকল্পনায় নেই মাহি। চলতি বছরে টি ২০ বিশ্বকাপেই কি শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন মাহি? প্রশ্ন তুলছেন ভক্তরা। বিসিসিআইয়ের এই তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে সমালোচনা। ধোনি ভক্তরা বলছেন, এভাবে মাহির নাম বাদ দিয়ে ঠিক করেনি বিসিসিআই। কেউ তো আবার আঙুল তুলেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেও। সভাপতি হওয়ার পরে সৌরভ বলেছিলেন, ধোনির সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। কিছুদিনের মধ্যেই সবাই সবটা জানতে পারবেন। সেই দিকেই কি প্রথম ইঙ্গিত দিল এই তালিকা। এই তালিকায় চারটে গ্রেড রেখেছে বিসিসিআই। এ+, এ, বি ও সি। কোন ক্রিকেটার কোন গ্রেডে রয়েছেন দেখে নেওয়া যাক। গ্রেড এ+ ( বার্ষিক বেতন ৭ কোটি ) বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ। গ্রেড এ (  বার্ষিক বেতন ৫ কোটি ) রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্যা রাহাণে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ। গ্রেড বি (  বার্ষিক বেতন ৩ কোটি ) ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ময়ঙ্ক আগরওয়াল। গ্রেড সি (  বার্ষিক বেতন ১ কোটি ) কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পাণ্ডে, হনুমা বিহারি, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শ্রেয়স আইয়ার।

ভিডিও স্টোরি