দ্য ওয়াল ব্যুরো : আইপিএল-এর ফর্ম দেখে মনে হয়েছিল, বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের তুরুপের তাস হবেন আন্দ্রে রাসেল। তাঁর পাওয়ার হিটিংয়ের উপর ভর করে বিশ্বকাপে ভালো ফল করতে মুখিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই চোটের কবলে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হলো বিশ্বকাপে আর খেলতে পারবেন না দ্রে রাস। তাঁর জায়গায় সুনীল অ্যাম্ব্রিসকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছিলেন রাসেল। তাঁর বোলিংয়ের উত্তর ছিল না পাক ব্যাটসম্যানদের মধ্যে। কিন্তু তারপর থেকেই খোঁড়াতে দেখা যায় এই অলআউন্ডারকে। জানা যায়, হাঁটুর ব্যথা ভোগাচ্ছে রাসেলকে। সেই অবস্থাতেও চারটি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু ৫ উইকেট নেওয়া ছাড়া আর কিছু করতে পারেননি। ব্যাট হাতে সেই রুদ্রমূর্তি দেখা যায়নি। আর রাসেলের অভাবেই শেষদিকে চাপে পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে ম্যাচ হারতেও হয়েছে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে নিল ক্যারিবিয়ান বোর্ড।
সোমবার আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রাসেল। তাঁর জায়গায় ব্যাটসম্যান সুনীল অ্যাম্ব্রিসকে নেওয়া হচ্ছে দলে। ৬টি একদিনের ম্যাচে ৩১৬ রান রয়েছে এই ব্যাটসম্যানের। তিনি আসায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের শক্তি একটু বাড়ল হয়তো। কিন্তু রাসেল ঝড় দেখতে পেল না ইংল্যান্ড।
বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ভারতের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন সুনীল। কিন্তু ভারতের বিরুদ্ধে নামার আগে রাসেলের এই বিদায় নিঃসন্দেহে বড় ধাক্কা দিয়ে গেল ক্যারিবিয়ানদের। এমনিতেই বিশ্বকাপের শুরুটা ভালো করলেও তারপর খেই হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন নিউজিল্যান্ডের কাছে জয়ের মুখে গিয়েও হারতে হয়েছে। সুতরাং এ বার সম্মান রক্ষার জন্য খেলতে হবে গেইলদের।
এখন দেখার রাসেলের এই অভাব কীভাবে দূর করতে পারে তারা। নাকি ভারতের বিরুদ্ধেও সেই একই হাল হবে ওয়েস্ট ইন্ডিজের।