Latest News

অমিতের পাঞ্চে রিংয়ের বাইরে অলিম্পিক চ্যাম্পিয়ন, সোনা জিতলেন ভারতীয় বক্সার

দ্য ওয়াল ব্যুরো: শনিবার জাকার্তায় ইতিহাস তৈরি হলো। অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল।

শনিবার এশিয়ান গেমসে পুরুষদের ৪৯ কেজি বিভাগে অমিত মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের রিও অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের হাসানবয় দুসমাতোভের। তিন রাউন্ডের শেষে পাঁচ বিচারকের রায়ে ৩-২ ব্যবধানে জেতেন অমিত। তিন রাউন্ডের পর আলজিরিয়ার বিচারকের রায়ে ২৯-২৮ ব্যবধানে হারতে হয় অমিতকে। কোরিয়ার বিচারকের রায়ে ২৯-২৮ ব্যবধানে জেতেন অমিত। ফরাসী বিচারকের রায়ও ছিল তাঁর দিকেই। ২৯-২৮ ব্যবধানে জিতে দুসমাতোভকে চাপে ফেলে দিয়েছিলেন ২২ বছর বয়সী এই ভারতীয় বক্সার।

কিন্তু জাপানের বিচারকের রায়ে সমতা ফেরান দুসমাতোভ। ২৯-২৮ ব্যবধানে জেতেন তিনি। জার্মানির বিচারকের রায় ওঠে নির্নায়ক। তাঁর বিচারে ৩০ পয়েন্টে ৩০ তোলেন অমিত। অন্যদিকে ২৭ পয়েন্ট স্কোর করেন দুসমাতোভ। ফলে ৩০-২৭ ব্যবধানে ফাইনাল জিতে যান অমিত পাঙ্গাল।

এশিয়ান গেমসের আগে গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন হরিয়ানার এই সেনা জওয়ান। তাঁর এই জয়ের ফলে জাকার্তা এশিয়ান গেমস থেকে ১৪ তম সোনা এল ভারতের ঝুলিতে। সেই সঙ্গে এশিয়ান গেমসে সোনা জয়ে রেকর্ড করল ভারতীয় দল।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

 

You might also like